• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এ. কে. আজাদের বাড়িতে চড়াও হওয়ার ঘটনায় সাইফুল হকের নিন্দা

   ৪ জুলাই ২০২৫, ১১:১৭ পি.এম.

নিজস্ব প্রতিবেদক: 

ফরিদপুরে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদের বাড়িতে চড়াও এবং পটিয়া ও পাটগ্রাম থানায় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের হামলা এবং আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, কোনো যুক্তিতেই এসব হামলাকে অনুমোদন করা যাবে না। দলীয় রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে ‘মব’ সন্ত্রাসের হোতাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। 

শুক্রবার (৪ জুলাই) এক বিবৃতিতে এসব কথা বলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক।

সাইফুল হক বলেন, যে যুক্তিতে ফরিদপুরে এ. কে. আজাদের বাড়িতে বিএনপির নেতাকর্মীরা চড়াও হয়েছেন, তা উদ্ভট ও হাস্যকর। এ. কে. আজাদের বাড়িতে ‘আওয়ামী লীগের গোপন মিটিং’ হচ্ছে– দুয়ো তুলে চড়াও হওয়া সন্ত্রাসী তৎপরতা ছাড়া কিছু নয়।

তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনে একই রকম অভিযোগ তুলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের বাড়িতে হামলা করতো।

ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নেতাকর্মীদের পুলিশি ভূমিকায় আবির্ভূত হওয়ার কোনো অবকাশ নেই। এই ধারা চলতে দিলে বিদ্যমান সামাজিক নৈরাজ্য দ্রুত রাজনৈতিক নৈরাজ্যের চেহারা নেবে।

সাইফুল হক আরও বলেন, পটিয়া ও পাটগ্রাম থানায় বিএনপি পরিচয়ে যারা হামলা ও ভাঙচুর চালিয়ে আসামিদের ছিনিয়ে নিয়েছে, রাজনৈতিক পরিচয় দিয়ে এসব সন্ত্রাসী তৎপরতা বিবেচনা করা যাবে না।

তিনি আরও বলেন, ‘মব’ সন্ত্রাসের কথা বলেও এসব তৎপরতা আড়াল করা যাবে না। 

বিবৃতিতে সাইফুল হক বলেন, উত্তরায় হোটেলে ঢুকে নারীদের ওপর হামলা করা হয়েছে। গত এগারো মাসে ‘মব জাস্টিসে’র নামে অসংখ্য সন্ত্রাসী ঘটনা ঘটানো হয়েছে। অনেক ঘটনার সঙ্গে সরকারের মধ্যকার নানা অংশের ইন্ধন যোগানোর গুরুতর অভিযোগ রয়েছে। 

তিনি বলেন, ছাত্র-শ্রমিক-জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশজুড়ে এই ধরনের সন্ত্রাসী নৈরাজ্যিক তৎপরতা কোনোভাবেই বরদাস্ত করা যাবে না।

অবিলম্বে এসব হামলার ঘটনায় অভিযুক্তদের দলীয় পরিচয় বিবেচনায় না নিয়ে তাদের গ্রেপ্তার, কঠোর ব্যবস্থা ও আইনানুগ বিচার দাবি জানান তিনি। একইসঙ্গে সাইফুল হক মব সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ জোরদার করারও আহ্বান জানিয়েছেন। 

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লন্ড‌নে মাহফুজ আলমের অনুষ্ঠানে আ.লীগ নেতাকর্মীদের বিক্ষোভ
লন্ড‌নে মাহফুজ আলমের অনুষ্ঠানে আ.লীগ নেতাকর্মীদের বিক্ষোভ
ইসরায়েলি বসতি সম্প্রসারণের বিরুদ্ধে চাপ সৃষ্টির আহ্বান তারেক রহমানের
ইসরায়েলি বসতি সম্প্রসারণের বিরুদ্ধে চাপ সৃষ্টির আহ্বান তারেক রহমানের
‘শক্তি দিয়ে ভোট আদায়ের দিন শেষ’ : জামায়াত নেতা মাসুদ
‘শক্তি দিয়ে ভোট আদায়ের দিন শেষ’ : জামায়াত নেতা মাসুদ