• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

নিবন্ধন আবেদনের ত্রুটি সংশোধনে সুযোগ পাচ্ছে দলগুলো: ইসি

   ৯ জুলাই ২০২৫, ০২:৪৬ পি.এম.
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৪৪টি নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করে। ওই আবেদনগুলো যাচাই-বাছাই করছে নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু, যাচাই-বাছাই শেষে যদি সাংবিধানিক এ সংস্থাটি দেখে ছোটখাটো ভুল-ভ্রান্তি রয়েছে; তাহলে তা ঠিকঠাকভাবে পূরণ করার জন্য ১৫ দিন সময় দেবে ইসি।

বুধবার (৯ জুলাই) এ তথ্য জানা গেছে ইসি সচিবালয় থেকে। ইসি কর্মকর্তারা জানান, দল নিবন্ধনে ইসিতে জমা দেওয়া আবেদনে কোনো ধরনের অসঙ্গতি, নাম-পদবীর বানানসহ ছোটখাট তথ্যের ঘাটতিও থাকতে পারে। এ ধরনের ত্রুটিগুলো ঠিক করে আবার কাগজপত্র জমা দেওয়ার জন্য নিবন্ধনের জন্য আবেদন করা দলগুলোকে ১৫ দিন সময় দিয়ে চিঠি দেওয়া হবে। তারপর চূড়ান্ত যাচাইয়ে টিকে থাকা দলগুলোর বিষয়ে গঠনতন্ত্র পর্যালোচনা, কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে অফিসসহ নিবন্ধন শর্তগুলোর দলিলাদি ঠিক আছে কিনা তা তদন্ত করা হবে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার গণমাধ্যমকে বলেন, ‘কমিটির বৈঠক হয়েছে। প্রাথমিকভাবে তথ্য চেয়ে দলগুলোকে আমরা একটা সময় দেব, এ সংক্রান্ত চিঠিও দেওয়া হবে। চিঠি দেওয়ার দিন থেকে ১৫ দিন সময় পাবে দলগুলো। নির্ধারিত সময়ের মধ্যে চাহিত ত্রুটি ঠিক করতে পারবে। এরপর তথ্য সঠিক আছে কিনা যাচাই হবে, তদন্ত হবে। শর্ত পূরণ করে সব ঠিক থাকলে যোগ্য দল নিবন্ধন পাবে।’

গত ২২ জুন ছিল রাজনৈতিক দল নিবন্ধন আবেদনের সময় শেষ হয়েছে। এদিন পর্যন্ত ১৪৪টি দলের ১৪৭টি আবেদন কমিশনে জমা পড়েছিল। যাচাই বাছাইকারী কর্মকর্তারা রাজনৈতিক দল নিবন্ধন আইন অনুযায়ী যাচাই-বাছাই করবেন। এরপর তাদের দেওয়া প্রতিবেদনের ওপর তদন্ত করা হবে। তদন্তে সবকিছু ঠিকঠাক থাকলে সংশ্লিষ্ট দলগুলো নিয়ে দাবি-আপত্তি আহ্বান করবে ইসি। আপত্তি থাকলে শুনানি করে নিষ্পত্তি হবে। আর আপত্তি না থাকলে সংশ্লিষ্ট দলকে নিবন্ধন দেওয়া হবে।

আইন অনুযায়ী, নিবন্ধন পেতে ইচ্ছুক দলগুলোর একটি কেন্দ্রীয় কমিটি, এক-তৃতীয়াংশ জেলা ও ১০০টি উপজেলা কমিটি, কার্যালয় ও ২০০ ভোটার সমর্থক থাকতে হয়। এছাড়া পূর্বের কোনো নির্বাচনে দলটির নির্বাচিত কোনো সদস্য থাকলে ও কোনো নির্বাচনে কমপক্ষে ৫ শতাংশ ভোট পেলে নিবন্ধন পাওয়ার যোগ্য হিসেবে ধরা হয়। এছাড়াও অন্যান্য কিছু শর্ত পূরণ করতে হয়।

সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে নিবন্ধন প্রত্যাশী শ’খানেক দলের মধ্যে প্রাথমিক বাছাইয়ে আবেদন বাতিল হয় ৮১টির; ১২ দলের তদন্ত হয়। শেষে মাত্রা দুটি দল নিবন্ধন পায়। বর্তমানে নিবন্ধিত দল রয়েছে ৫০টি।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
৫ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়
প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়
রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে আইনি নোটিশ
রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে আইনি নোটিশ