• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক    ১০ জুলাই ২০২৫, ০২:৪৫ পি.এম.
বাংলাদেশ টিম

শ্রীলঙ্কা সফের প্রথম দুই সিরিজে বাজে ভাবে হারে বাংলাদেশ এতে করে কিছুটা মানসিক চাপে আছে দলটি। কিন্তু তারা দলীয়ভাবে ঘুরে দাঁড়াতে মরিয়া। তিন ম্যাচের এই সিরিজের প্রথমটি মাঠে গড়াবে বৃহস্পতিবার (১০জুলাই) পাল্লেকেলেতে। টি-টোয়েন্টি ক্রিকেটের চ্যালেঞ্জ আলাদা, আর এখানেই নিজেদের নতুন করে প্রমাণ করতে চান লিটন দাসরা।

টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্বে থাকা লিটন দাস আশাবাদী। তার মতে, প্রতিটি ফরম্যাটের চাহিদা আলাদা। ‘টেস্ট ও ওয়ানডে ভিন্ন, টি-টোয়েন্টি একেবারেই আলাদা সংস্করণ। আমরা জানি, কীভাবে এই ফরম্যাটে খেলতে হয়। সেভাবেই চেষ্টা করব আমরা।’

টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে অতীত পরিসংখ্যান বাংলাদেশের জন্য খুব একটা সুখকর নয়। দুই দলের ১৭ ম্যাচে জয় মাত্র ৬টি বাংলাদেশের, বাকি ১১টি জয় শ্রীলঙ্কার। আইসিসি র‍্যাঙ্কিংয়েও এগিয়ে লঙ্কানরা—বাংলাদেশ যেখানে ১০ নম্বরে, সেখানে শ্রীলঙ্কা অবস্থান করছে ৭ নম্বরে।

ওয়ানডে সিরিজে বাংলাদেশের ব্যাটারদের সবচেয়ে বেশি ভোগানো নামটি ছিল ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে এই লেগস্পিনার হ্যামস্ট্রিং চোটে ছিটকে গেছেন টি-টোয়েন্টি সিরিজ থেকে। এটি বাংলাদেশের জন্য বড় স্বস্তির খবর হলেও শ্রীলঙ্কার জন্য বড় ধাক্কা।

লঙ্কান অধিনায়ক চারিত আসালাঙ্কা বলেন, ‘হাসারাঙ্গার না থাকা আমাদের জন্য হতাশাজনক। তবে আমাদের দলে তরুণ ও প্রতিভাবান খেলোয়াড় আছে, যারা ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রাখে।’

তবে বাংলাদেশ দল নিয়েও সতর্ক আসালাঙ্কা। তার ভাষায়, ‘বাংলাদেশ তরুণদের দল, মেধাবী খেলোয়াড়ে ভরা। কঠিন সিরিজ হবে এটা নিশ্চিত।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক