• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ক্যাপিটালকে জিতিয়ে যা বললেন সাকিব

স্পোর্টস ডেস্ক    ১১ জুলাই ২০২৫, ০৫:১০ পি.এম.
সাকিব আল হাসান

বাংলাদেশ যখন শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে বড় ব্যবধানে হারে, ঠিক তখনই আরেক প্রান্তে আলো ছড়ান সাকিব আল হাসান। দুবাই ক্যাপিটালসের হয়ে গ্লোবাল সুপার লিগে অভিষেক ম্যাচেই রাজকীয় পারফরম্যান্স উপহার দেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। ব্যাটে-বলে সমান দ্যুতিতে উজ্জ্বল হয়ে নিজের নামের পাশে যোগ করেন ম্যাচসেরা তকমা।

প্রথমে ব্যাট হাতে নেমে ৩৭ বলে ৫৮ রানের হার না মানা ইনিংস খেলেন সাকিব। ইনিংসের গতি, দায়িত্ব আর স্টাইল—সবই ছিল চোখে পড়ার মতো। এরপর বল হাতে মাত্র ১৩ রানে তুলে নেন ৪ উইকেট। তার অলরাউন্ড নৈপুণ্যে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসকে ২২ রানে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে দুবাই ক্যাপিটালস।

ম্যাচশেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে সাকিব বলেন, ‘শেষ মুহূর্তে আমাকে দলে ডাকা হয়। একজন খেলোয়াড় (কেশব মহারাজ) চোটে পড়ায় বদলি হিসেবে আসি। দুবাই ক্যাপিটালসের অংশ হতে পেরে দারুণ গর্বিত।’

সেই সঙ্গে চেনা ক্যারিবিয়ান কন্ডিশনকেও বড় ফ্যাক্টর হিসেবে দেখছেন তিনি: ‘২০০৭ সাল থেকে আমি ক্যারিবিয়ানে খেলছি। এটা আমার দ্বিতীয় ঘরের মতো। জানি কোথায় কেমন বল করতে হয়। অ্যামাজনে খেলা আমার প্রস্তুতিতে বাড়তি সুবিধা দিয়েছে।’

সাকিব বলেন, ‘ব্যাটিং-বোলিং দুটোই গুরুত্বপূর্ণ। আমার উইকেটে টিকে থাকাটা দরকার ছিল, কারণ অন্যপ্রান্তে উইকেট পড়ছিল। আমরা ১৬০-এর বেশি করতে পেরেছি, গায়ানায় এমন স্কোরে জেতার সুযোগ সবসময় থাকে। ছোট টুর্নামেন্ট, ভালো সূচনা খুব জরুরি। আশা করি এখান থেকে আরও ভালো কিছু আসবে।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারি হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করলেন বুলবুল
সরকারি হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করলেন বুলবুল
সাবেক ফুটবলার ও বিএনপি নেতা আমিনুল হকের জন্মদিন
সাবেক ফুটবলার ও বিএনপি নেতা আমিনুল হকের জন্মদিন
নারী বিশ্বকাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
নারী বিশ্বকাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক