• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
শনিবার যেসব সড়ক এড়িয়ে চলবেন, রয়েছে নির্দেশনাও বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জয়া আহসানের নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা বাংলাদেশে চাঁদাবাজ ও দখলবাজ দেখতে চাই না: ফয়জুল করীম ফ্যাসিস্ট আ.লীগ ও তাদের দোসররা বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে নিরাপত্তা হুমকিতে থাকা সাক্ষীকে সুরক্ষা দিতে ট্রাইব্যুনালের নির্দেশ মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধ শিক্ষিকা মাহফুজা খাতুনের মৃত্যু ছাত্র জনতা গণঅভ্যুত্থান স্মরণে দোয়া ও আলোচনা সভা বালুবাহী  ট্রলির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত, গাড়িতে অগ্নিসংযোগ ও বিক্ষোভ ‘আজ থেকে আ'লীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই’ বললেন টুঙ্গিপাড়ার দুই নেতা

ক্যাপিটালকে জিতিয়ে যা বললেন সাকিব

স্পোর্টস ডেস্ক    ১১ জুলাই ২০২৫, ০৫:১০ পি.এম.
সাকিব আল হাসান

বাংলাদেশ যখন শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে বড় ব্যবধানে হারে, ঠিক তখনই আরেক প্রান্তে আলো ছড়ান সাকিব আল হাসান। দুবাই ক্যাপিটালসের হয়ে গ্লোবাল সুপার লিগে অভিষেক ম্যাচেই রাজকীয় পারফরম্যান্স উপহার দেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। ব্যাটে-বলে সমান দ্যুতিতে উজ্জ্বল হয়ে নিজের নামের পাশে যোগ করেন ম্যাচসেরা তকমা।

প্রথমে ব্যাট হাতে নেমে ৩৭ বলে ৫৮ রানের হার না মানা ইনিংস খেলেন সাকিব। ইনিংসের গতি, দায়িত্ব আর স্টাইল—সবই ছিল চোখে পড়ার মতো। এরপর বল হাতে মাত্র ১৩ রানে তুলে নেন ৪ উইকেট। তার অলরাউন্ড নৈপুণ্যে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসকে ২২ রানে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে দুবাই ক্যাপিটালস।

ম্যাচশেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে সাকিব বলেন, ‘শেষ মুহূর্তে আমাকে দলে ডাকা হয়। একজন খেলোয়াড় (কেশব মহারাজ) চোটে পড়ায় বদলি হিসেবে আসি। দুবাই ক্যাপিটালসের অংশ হতে পেরে দারুণ গর্বিত।’

সেই সঙ্গে চেনা ক্যারিবিয়ান কন্ডিশনকেও বড় ফ্যাক্টর হিসেবে দেখছেন তিনি: ‘২০০৭ সাল থেকে আমি ক্যারিবিয়ানে খেলছি। এটা আমার দ্বিতীয় ঘরের মতো। জানি কোথায় কেমন বল করতে হয়। অ্যামাজনে খেলা আমার প্রস্তুতিতে বাড়তি সুবিধা দিয়েছে।’

সাকিব বলেন, ‘ব্যাটিং-বোলিং দুটোই গুরুত্বপূর্ণ। আমার উইকেটে টিকে থাকাটা দরকার ছিল, কারণ অন্যপ্রান্তে উইকেট পড়ছিল। আমরা ১৬০-এর বেশি করতে পেরেছি, গায়ানায় এমন স্কোরে জেতার সুযোগ সবসময় থাকে। ছোট টুর্নামেন্ট, ভালো সূচনা খুব জরুরি। আশা করি এখান থেকে আরও ভালো কিছু আসবে।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিপিএলের উদ্বোধনী ম্যাচে সাকিবের প্রত্যাবর্তন
সিপিএলের উদ্বোধনী ম্যাচে সাকিবের প্রত্যাবর্তন
বাহরাইনে পৌঁছেই অনুশীলনে বাংলাদেশ যুব দল
বাহরাইনে পৌঁছেই অনুশীলনে বাংলাদেশ যুব দল
ভারত-পাকিস্তান ম্যাচ: এশিয়া কাপে ২ হাজার কোটির হিসাব
ভারত-পাকিস্তান ম্যাচ: এশিয়া কাপে ২ হাজার কোটির হিসাব