• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

এমএলএসে মেসির আবারও রেকর্ড

   ১৩ জুলাই ২০২৫, ১০:২৯ এ.এম.
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

অপ্রতিরোধ্য লিওনেল মেসি যেন থামতেই জানেন না। ন্যাশভিলের বিপক্ষে আবারও জোড়া গোল করে এমএলএসে নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টাইন মহাতারকা। মেসির নৈপুণ্যে ইন্টার মায়ামি ২-১ ব্যবধানে জয় পেয়েছে ম্যাচডে ২২-এ।

মায়ামির মাঠে ম্যাচের ১৭তম মিনিটে ফ্রি-কিক থেকে প্রথম গোলটি করেন মেসি। তার পছন্দের জায়গা থেকে নেওয়া জোরালো শটটি গোলরক্ষকের পোস্ট ঘেঁষে জালে জড়িয়ে যায়। ন্যাশভিলের গোলরক্ষক জো উইলিস ততক্ষণে দেরি করে ফেলেছিলেন।

দ্বিতীয়ার্ধে ন্যাশভিল সমতা ফেরানোর পরই ফের আঘাত হানেন মেসি। প্রতিপক্ষের গোলরক্ষকের এক অদ্ভুত ভুলের সুযোগ নিয়ে বল দখল করে সহজেই জালে পাঠান ‘লা পুলগা’। এই গোলেই ইন্টার মায়ামি ম্যাচের নিয়ন্ত্রণ আবারও নিজেদের হাতে নিয়ে নেয়।

এ ম্যাচের পর মেসি হয়ে গেলেন এমএলএসের ইতিহাসে প্রথম খেলোয়াড়, যিনি টানা পাঁচ ম্যাচে দুই বা ততোধিক গোল করেছেন। মায়ামিতে ৪-২ ব্যবধানে মন্ট্রিয়ালের বিপক্ষে, এরপর কলম্বাস ক্রুর বিপক্ষে ৫-১ জয়ে এবং ক্লাব বিশ্বকাপের আগে ধারাবাহিকভাবে জোড়া গোল করেন তিনি। বিশ্বকাপের পরেও একই ফর্ম ধরে রেখে মন্ট্রিয়ালের মাঠে ৪-১ জয় এবং নিউ ইংল্যান্ডের বিপক্ষে ২-১ জয়েও জোড়া গোল করেন এই বিশ্বকাপজয়ী।

এর আগে, ফিলাডেলফিয়ার বিপক্ষে ৩-৩ ড্র ম্যাচে একটি গোল করেছিলেন মেসি। ফলে সব মিলিয়ে এমএলএসে শেষ ছয় ম্যাচের প্রতিটিতেই গোল করেছেন তিনি।

মাঝে ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামি শেষ ষোলোতে পৌঁছেছিল। সেই আসরে পোর্তোর বিপক্ষে ২-১ জয়ে মেসি দলের গুরুত্বপূর্ণ গোলটি করেছিলেন।

মেসির এমন অপ্রতিরোধ্য ফর্মে মুগ্ধ ফুটবল দুনিয়া। তার গোলের ঝড়ে ইন্টার মায়ামি যেমন জয়ের রাস্তায় ফিরেছে, তেমনি এমএলএসও উপভোগ করছে এক ফুটবল জাদুকরের শিল্প। বয়স তার জন্য কেবলই সংখ্যা, আর প্রতিবারই প্রমাণ করে চলেছেন কেন তিনি 'গ্রেটেস্ট অফ অল টাইম'।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক