• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঐকমত্য কমিশন ব্যর্থ হলে ব্যর্থ হবে সবাই: আলী রীয়াজ

   ১৫ জুলাই ২০২৫, ০১:২৫ পি.এম.
ড. আলী রিয়াজ। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. আলী রীয়াজ বলেছেন, এই কমিশন কেবল একটি আলাদা সত্তা নয়, বরং সকল অংশীজনের সম্মিলিত প্রয়াস। কাজেই কমিশনের ব্যর্থতা মানে হবে সকলের ব্যর্থতা। আমাদের ব্যর্থ হওয়ার সুযোগ নেই।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক সংলাপে স্বাগত বক্তব্যে আলী রীয়াজ এ কথা বলেন।

তিনি বলেন, –সময়ের তুলনায় প্রত্যাশিত অগ্রগতি এখনো হয়নি। অনিষ্পন্ন বিষয়গুলোর দ্রুত নিষ্পত্তি দরকার, যেন আমরা সবাই মিলে একটি জাতীয় সনদের ভিত্তি গড়ে তুলতে পারি।

অবস্থার গুরুত্ব অনুধাবন করে তিনি বলেন, –সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এই বাস্তবতা বিবেচনায় রেখে অনেককে তাদের অবস্থান পুনর্বিবেচনা করতে হবে। আলোচনার গতি বাড়াতে হবে, আর কয়েক দিনের মধ্যেই কাঠামোগত বিষয়ে সিদ্ধান্তে আসা জরুরি।

আলী রীয়াজ আরও বলেন, –মানুষ আজও বিশ্বাস করতে চায়, রাজনীতিকরা দেশের সংকটময় মুহূর্তে দায়িত্বশীল ভূমিকা নেবেন। রাজনৈতিক দলগুলোর উচিত জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটানো এবং জাতির স্বার্থে দায়িত্বশীল অবস্থান গ্রহণ করা।

তিনি মনে করেন, মৌলিক বিষয়গুলোতে মতানৈক্য নয়, বরং সম্মতিতে পৌঁছানোর মধ্য দিয়েই একটি সমঝোতাভিত্তিক রাজনৈতিক ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।

জাতীয় ঐকমত্য গঠনের এই প্রয়াসে ব্যর্থতা কারো একক নয়, বরং তা হবে সমষ্টিগত ব্যর্থতা—এই সতর্ক বার্তায় দেশের রাজনৈতিক দলগুলোকে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে ও ঐক্যমতের ভিত্তি মজবুত করতে অনুপ্রাণিত করছেন আলী রীয়াজ। সংলাপের সফলতা না হলে জাতীয় সনদ এবং কাঙ্ক্ষিত স্থিতিশীলতা অর্জনও সম্ভব হবে না বলে মত বিশ্লেষকদের।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষি খাত দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ফরিদা আখতার
কৃষি খাত দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ফরিদা আখতার
সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা
সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা
‘না’ ভোটে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া
‘না’ ভোটে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া