• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এই সম্মান আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া -আনোয়ারা

   ১৫ জুলাই ২০২৫, ০৬:১৩ পি.এম.
বাচসাস আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে আনোয়ারা

বিনোদন ডেস্ক

বাচসাস আয়োজনে আবেগাপ্লুত হয়ে মমতাময়ী মা-খ্যাত কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগম বললেন, ‘এই চোখের জল গ্লিসারিন নয়’। স্মারক সম্মাননা গ্রহণের সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। তাঁর আবেগে ভিজে ওঠে সাংবাদিক ও অতিথিরাও। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আনোয়ারার কন্যা চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি।

দীর্ঘ অভিনয়জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে চোখের জলে ভিজলেন ‘মায়ের চরিত্রে’ বিখ্যাত হয়ে ওঠা চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা বেগম। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সোমবার (১৪ জুলাই) বিকেলে এমন আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে আনোয়ারা বলেন, “বাচসাস আমার অনেক আপন। বাচসাসকে আমি ভালোবাসি, সম্মান করি। আমার চোখের পানি গ্লিসারিন নয়,এটি শ্রদ্ধা আর ভালোবাসার পানি। এই সম্মান আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে এই ভালোবাসা।”

বাচসাস সভাপতি বলেন, “আনোয়ারার মতো কিংবদন্তিকে দিয়ে ‘মিট দ্য প্রেস’-এর যাত্রা শুরু করতে পেরে আমরা গর্বিত।”

আনোয়ারা তার দীর্ঘ অভিনয়জীবনে ছয় শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন। তিনি চারবার বাচসাস পুরস্কারে ভূষিত হয়েছেন—মা (১৯৭৭), গোলাপী এখন ট্রেনে (১৯৭৮), কসাই (১৯৮০), লাল কাজল (১৯৮২) ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভেস্তে যাচ্ছিল বিরাট-আনুশকার বিয়ে!
ভেস্তে যাচ্ছিল বিরাট-আনুশকার বিয়ে!
ইলন মাস্ক নেটফ্লিক্স বয়কটের ডাক দিলেন
ইলন মাস্ক নেটফ্লিক্স বয়কটের ডাক দিলেন
হিরো আলমের ওপর হামলার অভিযোগ
হিরো আলমের ওপর হামলার অভিযোগ