• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

বাংলাদেশ সফরে পাকিস্তান ক্রিকেট দল

   ১৬ জুলাই ২০২৫, ০৩:২৮ পি.এম.
পাকিস্তান ক্রিকেট টিম ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার  (১৬ জুলাই) সকালে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রথম বহর। দলটির অধিনায়ক সালমান আলি আগাসহ বেশ কয়েকজন ক্রিকেটার ইতোমধ্যে ঢাকায় পা রেখেছেন। বিকেলের মধ্যে দলের বাকি সদস্যদেরও ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২০ জুলাই, মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। পরবর্তী দুই ম্যাচ যথাক্রমে ২২ ও ২৪ জুলাই অনুষ্ঠিত হবে, প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।.

মঙ্গলবার দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে সালমান আগা বলেন, “বাংলাদেশ যেকোনো কন্ডিশনে ভালো দল। নিজেদের কন্ডিশনে তো আরও বেশি বিপজ্জনক। রেকর্ড ঘাঁটলে দেখা যাবে, বিশ্বের অনেক শক্তিশালী দলকেও তারা হারিয়েছে। তাই আমরা প্রস্তুতির ক্ষেত্রে সেই বাস্তবতা মাথায় রেখেই এগিয়েছি।”

নিজের নেতৃত্ব ও আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জ নিয়ে সালমান বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিদিনই নতুন চ্যালেঞ্জ আসে। এসব রোলার কোস্টার পরিস্থিতির মধ্য দিয়েই যেতে হয়। জীবন যেমন চলে, ক্যারিয়ারও তেমনই। তাই কৌশলে এগিয়ে যেতে হবে—অতিরিক্ত চাপ না নিয়ে, ধীরে ধীরে।”

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার এক প্রতিবেদনে জানায়– অধিনায়ক সালমান আলি আগাসহ পাকিস্তানের প্রথম বহরে সাইম সাইয়ুব, ফখর জামান, মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, খুশদিল শাহসহ বেশ কয়েকজন কোচিং স্টাফ করাচি–দুবাই হয়ে প্রথম বহরে এসেছেন। বুধবার সকালে দলের বাকি ক্রিকেটাররা রওনা করবেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক