• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নিবন্ধন হারাল ৯৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থা: ইসি

   ১৭ জুলাই ২০২৫, ০৭:০৫ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৯৬টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৭ জুলাই) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

ইসির ভাষ্য অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে এসব সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়েছিল। তবে নতুন নির্বাচনী পরিস্থিতি ও ‘বিদ্যমান নীতিমালার আলোকে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসি জানিয়েছে, “নতুন নীতিমালা অনুযায়ী পর্যবেক্ষক সংস্থাগুলোকে ভবিষ্যতে নতুন করে নিবন্ধিত করা হবে। এ লক্ষ্যে শিগগিরই নতুন বিজ্ঞপ্তিও দেওয়া হবে।”

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রথমবারের মতো পর্যবেক্ষক নিবন্ধন চালু করে নির্বাচন কমিশন। সে বছর ১৩৮টি সংস্থা নিবন্ধন পায় এবং নির্বাচনে দেশি পর্যবেক্ষকের সংখ্যা ছিল এক লাখ ৫৯ হাজার ১১৩ জন।

পরবর্তীতে ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে মাত্র ৩৫টি সংস্থা অংশ নেয়, যাদের ৮ হাজার ৮৭৪ জন সদস্য পর্যবেক্ষণ করেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত ১১৮টি সংস্থার মধ্যে ৮১টি সংস্থা সক্রিয়ভাবে ভোট পর্যবেক্ষণ করে, মোট ২৫ হাজার ৯০০ জন সদস্য নিয়ে।

সর্বশেষ, ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে ৯৬টি নিবন্ধিত সংস্থার মধ্যে প্রায় ৮০টি সংস্থা ২০ হাজার ২৫৬ জন পর্যবেক্ষক নিয়ে মাঠে কাজ করেছে।

নিবন্ধন বাতিলের সিদ্ধান্তে নির্বাচন পর্যবেক্ষণে পরিবর্তন আসবে কি না, সেটি নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে আলোচনা চলছে। নতুন নীতিমালার আওতায় কোন সংস্থাগুলো ভবিষ্যতে নিবন্ধন পাবে, সেটিও এখন দেখার বিষয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় নির্বাচনে ১২ কোটির বেশি হতে পারে ভোটার সংখ্যা
জাতীয় নির্বাচনে ১২ কোটির বেশি হতে পারে ভোটার সংখ্যা
দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী চান না ৮৯ শতাংশ মানুষ
দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী চান না ৮৯ শতাংশ মানুষ
৯৩৫ কোটি টাকায় যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে দুই জাহাজ
৯৩৫ কোটি টাকায় যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে দুই জাহাজ