টপ নিউজ
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬৪১
১৮ জুলাই ২০২৫, ০৪:৩৮ পি.এম.


নিজস্ব প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরো এক হাজার ৫৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫৮৭ জন।
শুক্রবার (১৮ জুলাই) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি বলেন, সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৫৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫৮৭ জনসহ মোট ১ হাজার ৬৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, অভিযানকালে ১টি দেশীয় স্টেনগান, ১টি ওয়ান শ্যুটারগান, ৮ রাউন্ড কার্তুজ ও ২ রাউন্ড এলজি উদ্ধার করা হয়।
ভিওডি বাংলা/ এমএইচ