• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

শ্রেষ্ঠত্ব হারাল রংপুর

   ১৯ জুলাই ২০২৫, ১১:১৬ এ.এম.
রংপুর রাইডার্স

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশি ফ্রাঞ্চাইজিকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছে স্বাগতিক দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। অনেকটা একপেশে ম্যাচে গায়ানার সামনে পাত্তাই পায়নি রংপুর। হার মানে ৩২ রানে।

গায়ানায় বাংলাদেশ সময় শনিবার ভোর ৫টায় শুরু হওয়া এ ফাইনালে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক দলের অধিনায়ক ইমরান তাহির। ভালো শুরু এনে দেন জনসন চার্লস। এভিন লুইস ৯ বলে ৫ রান করে সাজঘরে ফিরলেও রহমানউল্লাহ গুরবাজকে নিয়ে রংপুরের ওপর চেপে বসেন চার্লস।

এ দুজনের ১২১ রানের অনবদ্য জুটি গায়ানাকে বড় স্কোরের ভিত গড়ে দেয়। ১১টি চার ও ১টি ছক্কায় ৪৮ বলে ৬৭ রান করে চার্লস রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফেরেন । আর দলীয় ১৪৮ রানে গুরবাজ যখন আউট হন, ততক্ষণে ১৫.৪ ওভার খেলা হয়ে গেছে। আফগান এই ব্যাটার ৩৮ বলে ৬৬ রান করেন ৬টি চার ও ৪টি ছক্কায়।

রংপুরের পক্ষে খালেদ আহমেদ, তাবরাইজ শামসি ও ইফতিখার আহমেদ একটি করে উইকেট পান। 

হাইভোল্টেজ ফাইনালে গায়ানার জড়ো করা এই স্কোর অবশ্য চলতি আসরের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এমনকি টুর্নামেন্টের ইতিহাসেও এতো রান হয়নি কখনো। 

যার প্রভাবও পড়ে নুরুল হাসান সোহানদের ব্যাটিংয়ে। জবাব নিতে নামা রংপুর ভেঙে পড়ে তাসের ঘরের মতো। গায়ানার বোলারদের যেন বুঝতেই পারছিলেন না রংপুরের ব্যাটাররা। প্রথম ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ৬৫ রান জড়ো করে দলটি। এর মধ্যে ইবরাহিম জাদরান ৪ বলে ৫, সৌম্য সরকার ১৪ বলে ১৩ ও কাইল মেয়ার্স ১০ বলে মাত্র ৫ রান করেন। 

এরপর সাইফ হাসান দলের হাল ধরলেও এবং ইফতিখার আহমেদ তাকে যোগ্য সঙ্গ দিয়ে লড়াই করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।

সাইফ ২৬ বলে ৪১ রান করে ফিরলে ইফতিখার আহমেদের লড়াইও থামে ২৯ বলে ৪৬ রান করে। শেষদিকে মাহিদুল ইসলাম অঙ্কন ১৭ বলে ৩০ রান করেন। যদিও এসব শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। শেষপর্যন্ত ১৯.৫ ওভারে ১৬৪ রানে গুটিয়ে যায় এবং ৩২ রানে হার মানে রংপুর। ম্যাচ সেরা হন বিজয়ী দলের রহমানুল্লাহ গুরবাজ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক