• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাতিরঝিলে চক্রাকার বাসে চালু হচ্ছে ‘র‌্যাপিড পাস’

   ১৯ জুলাই ২০২৫, ০৭:১৬ পি.এম.
হাতিরঝিল চক্রাকার বাস। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিসে ‘র‌্যাপিড পাস’ কার্ডের মাধ্যমে ভাড়া আদায় কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল রোববার (২০ জুলাই)। বিকেল ৩টায় এফডিসি কাউন্টারসংলগ্ন এলাকায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, শেখ মইনউদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়্যব।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা নোবেল দে জানিয়েছেন, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) পরিচালিত ‘র‌্যাপিড পাস’ কার্ডের আওতায় সব গণপরিবহনে ভাড়া আদায়ের পরিকল্পনার অংশ হিসেবেই হাতিরঝিল রুটে এই কার্যক্রম শুরু হচ্ছে। এর ফলে এখন থেকে যাত্রীরা এই রুটে কার্ড ব্যবহার করে সহজেই ভাড়া পরিশোধ করতে পারবেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় হিমেল বাতাসে বেড়েছে শীতের আমেজ
ঢাকায় হিমেল বাতাসে বেড়েছে শীতের আমেজ
আগারগাঁওয়ে গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬
আগারগাঁওয়ে গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬
আজও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
আজও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’