• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

মেসির জোড়া গোলে ঘুড়ে দাঁড়াল ইন্টার মিয়ামি

   ২০ জুলাই ২০২৫, ১০:১৩ এ.এম.
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক
মেজর লিগ সকারে (এমএলএস) দারুণভাবে ঘুরে দাঁড়াল ইন্টার মিয়ামি। নিউ ইয়র্ক রেড বুলসকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে আবারও জয়ের রাস্তায় ফিরেছে লিওনেল মেসির দল। আগের ম্যাচে এফসি সিনসিনাটির কাছে ৩-০ গোলে হেরে টানা পাঁচ ম্যাচের জয়ের ধারায় ছেদ পড়েছিল দলটির। তবে মাত্র এক ম্যাচের ব্যবধানে জয়ে ফিরেই চ্যাম্পিয়নশিপ লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থান জানান দিল মিয়ামি।

নিউ ইয়র্কের মাঠে শনিবারের এই ম্যাচে মেসি ছিলেন নিজের সেরা ছন্দে। করেছেন জোড়া গোল, সঙ্গে দুইটি অ্যাসিস্টও। ফলে সর্বশেষ সাত ম্যাচের ছয়টিতেই একাধিক গোল করলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই আর্জেন্টাইন মহাতারকা।

তবে ম্যাচের শুরুটা ছিল মিয়ামির জন্য কিছুটা চাপের। ১৫ মিনিটেই এগিয়ে যায় নিউ ইয়র্ক। গোল খাওয়ার পর কিছুটা অস্থিরতা তৈরি হলেও খুব দ্রুত ঘুরে দাঁড়ায় মিয়ামি। ২৪ মিনিটে মেসির নিখুঁত ক্রস থেকে স্প্যানিশ ডিফেন্ডার জর্দি আলবা গোল করে ম্যাচে সমতা ফেরান। এটি চলতি মৌসুমে আলবার প্রথম গোল।

৩ মিনিট পর মেসি-সুয়ারেজের চমৎকার বোঝাপড়া থেকে সেগোভিয়া করলেন দলের দ্বিতীয় গোল। আর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে রেডন্ডোর নেওয়া শট ফিরলে রিবাউন্ড থেকে সেগোভিয়া নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন।

দ্বিতীয়ার্ধে পুরো ম্যাচটা হয়ে ওঠে মেসি-শো। ৬০ ও ৭৫ মিনিটে দুটি দুর্দান্ত গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি মিয়ামির হাতে তুলে দেন তিনি। এই দুই গোলের মাধ্যমে চলতি এমএলএস মৌসুমে মেসির গোলসংখ্যা দাঁড়ায় ১৮-তে। অ্যাসিস্ট মিলিয়ে ২৭টি গোলের প্রত্যক্ষ বা পরোক্ষ অবদান রয়েছে তার—যা প্রমাণ করে ৩৮ বছর বয়সেও তিনি কতটা ফিট এবং ভয়ংকর।

পুরো ম্যাচে নিউ ইয়র্ক রেড বুলস মাত্র একটি অন টার্গেট শট নিতে পেরেছে, সেখানে মিয়ামির ৮টি শটই ছিল লক্ষ্যে। ম্যাচের পরিসংখ্যানই বলে দিচ্ছে মেসি ও তার দল কতটা আধিপত্য দেখিয়েছে এই ম্যাচে।

বড় এই জয়ে এমএলএস চ্যাম্পিয়নশিপের পথে আরও একধাপ এগিয়ে গেল ইন্টার মিয়ামি।

ভিওডি বাংলা/ডিআর

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারী বিশ্বকাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
নারী বিশ্বকাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা