• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

এবার ‘মদ্যপ অবস্থায়’ ড্রাইভারকে মারধরের অভিযোগে আটক নোবেল

   ২০ জুলাই ২০২৫, ১০:১৯ এ.এম.
কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
কিছুদিন পরপরই নানা বিতর্কে জড়িয়ে পড়া কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল ফের আলোচনায়। এবার রাজধানীর কল্যাণপুরে এক উবার চালককে মারধরের অভিযোগে তাকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে মিরপুর মডেল থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মধ্যরাতে নোবেল মদ্যপ অবস্থায় উবার চালকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরপর পরিস্থিতি উত্তপ্ত হলে চালককে মারধর করেন তিনি। ঘটনার সময় নোবেলের সঙ্গে তার স্ত্রী সালসাবিল মাহমুদও ছিলেন।

উবার চালক আকবর হোসেন জানান, উবার অ্যাপের মাধ্যমে প্রাইভেট কার ভাড়া নিয়ে হাবুলের পুকুরপাড় এলাকায় যান নোবেল ও তার স্ত্রী। গন্তব্যে পৌঁছানোর পরও গাড়ি থেকে নামতে অস্বীকৃতি জানান নোবেল। তিনি অপ্রাসঙ্গিক কথাবার্তা ও গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে উত্তেজিত হয়ে চালককে মারধর করেন। এসময় স্থানীয় জনতা জড়ো হয়ে ঘটনার প্রতিবাদ জানায়। পরে পুলিশ এসে নোবেলসহ গাড়িচালককে থানায় নিয়ে যায়।

তবে শনিবার মধ্যরাত পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। ওসি সাজ্জাদ রোমান বলেন, -নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তার বক্তব্য শুনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগেও একাধিক বিতর্কিত কর্মকাণ্ডে আলোচনায় ছিলেন নোবেল। গেল ২০ মে নারী নির্যাতনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান তিনি। পরে ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অভিযোগকারী নারী সালসাবিল মাহমুদের সঙ্গে বিয়ে হয় তার। এরপর ২৪ জুন জামিনে মুক্তি পান তিনি।

নিয়মিত সংগীতচর্চার চেয়ে নানান বিতর্কে জড়িয়েই যেন সাম্প্রতিক সময়ে বেশি পরিচিত হয়ে উঠেছেন নোবেল।

ভিওডি বাংলা/ডিআর

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিরো আলমের ওপর হামলার অভিযোগ
হিরো আলমের ওপর হামলার অভিযোগ
ঘুমহীন মানুষের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’
ঘুমহীন মানুষের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’
আসিফ আকবর-আতিফ আসলামের জীবনযাত্রায় মিল
আসিফ আকবর-আতিফ আসলামের জীবনযাত্রায় মিল