• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ক্রিকেটীয় ‘রাজনীতি’ বুঝতে পারেননি বুলবুল?

   ২০ জুলাই ২০২৫, ০৫:৪০ পি.এম.
বিসিবি আমিনুল ইসলাম বুলবুল

স্পোর্টস ডেস্ক

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা ঢাকায় আয়োজন নিয়ে চাপে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও এসিসির বর্তমান সভাপতি মহসিন নাকভির আহ্বানে এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছিলেন বিসিবির নবনিযুক্ত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে এই সিদ্ধান্তে সায় না দিয়ে সভা বয়কট করেছে ভারত। ভারতের এমন অবস্থানের ফলে শ্রীলংকা, আফগানিস্তান ও ওমানের মতো দেশগুলোরও পিছু হটছে বলে ক্রিকেট মহলে আলোচনা চলছে।

এ সিদ্ধান্তকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে বুলবুল কি ক্রিকেটের রাজনীতি বোঝেননি?

বিসিবির একাধিক সূত্র বলছে, বোর্ডের পরিচালকদের সঙ্গে আলোচনা না করেই সভা ঢাকায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে বিসিবির সম্পর্ক নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। উল্লেখ্য, বিশ্ব ক্রিকেটের রাজস্বের বেশিরভাগই আসে ভারত থেকে। তারা অংশ না নিলে এশিয়া কাপ আয়োজনে চরম অনিশ্চয়তা তৈরি হবে।

বিসিবির এক শীর্ষ কর্মকর্তা বলেন, “ভারত খেলতে রাজি না হলে এশিয়া কাপ আয়োজনই সম্ভব হবে না। এমনকি আগামী দুই বছরে ভারত বাংলাদেশে খেলতে নাও আসতে পারে। এতে বিসিবির বড় আর্থিক ক্ষতি হবে।”

বিশ্বস্ত সূত্র মতে, এসিসির ২৭ সদস্য থাকলেও আইসিসির পাঁচ পূর্ণ সদস্য ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্তান এসিসিতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে। এর মধ্যে তিনটি দেশ বয়কট করলে এসিসির কার্যকারিতা প্রায় শূন্য হয়ে যায়।

একই সঙ্গে অনিশ্চিত হয়ে পড়েছে ২০২৫ সালের এশিয়া কাপ আয়োজন। এই টুর্নামেন্ট থেকে বাংলাদেশ প্রায় ১০ লাখ ডলার বা প্রায় ১২ কোটি টাকার রাজস্ব পেত, যা এখন ঝুঁকির মুখে। বিসিবি সংশ্লিষ্টরা বিষয়টিকে দেশের ক্রিকেটের জন্য বড় ক্ষতি হিসেবে দেখছেন।

এই পরিস্থিতিতে নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের আন্তর্জাতিক কূটনৈতিক দক্ষতা ও বোর্ড অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন উঠেছে ক্রিকেট অঙ্গনে। অনেকেই মনে করছেন, এসিসির রাজনীতি ও ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে সাবধানী ভূমিকা নেওয়া উচিত ছিল বিসিবির।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক