• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জেনে নিন ফেসবুকের ব্যক্তিগত তথ্য রক্ষার সহজ উপায়

   ২২ জুলাই ২০২৫, ০১:৩১ পি.এম.

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেন বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য। তবে জনপ্রিয়তার পেছনে ঝুঁকিও লুকিয়ে আছে। কারণ, অনেকেই নিজের জন্মতারিখ, বাসস্থান, বৈবাহিক অবস্থা বা বন্ধুবান্ধবের তালিকা প্রোফাইলে যুক্ত করেন—যা হ্যাকার, স্প্যামার বা প্রতারকদের হাতে গেলে বড় বিপদ ডেকে আনতে পারে।

চলুন প্রথমেই জেনে নিই ফেসবুকের প্রাইভেসি অপশনগুলো কী কী

ফেসবুকে আপনি বিভিন্ন পোস্ট, ছবি, প্রোফাইল তথ্য কারা দেখতে পাবে তা নির্ধারণ করতে পারেন। অপশনগুলো হলো:

জেনে নিন ফেসবুকের ব্যক্তিগত তথ্য রক্ষার সহজ উপায়
যে ৬ উপায়ে ফোনের ব্যাটারি ভালো রাখবেন
পাবলিক: সবার জন্য উন্মুক্ত। ফেসবুকে না থাকলেও যে কেউ দেখতে পারবে।

বন্ধুরা: শুধু আপনার ফ্রেন্ডলিস্টে থাকা ব্যক্তিরা দেখতে পারবে।

কিছু বন্ধু বাদ দিয়ে: নির্দিষ্ট কিছু বন্ধুকে ছাড়া বাকিরা দেখতে পারবে।

নির্দিষ্ট বন্ধু: শুধু নির্বাচিত কিছু বন্ধু দেখতে পারবে।

শুধু আমি: শুধু আপনি দেখতে পারবেন। কারও সঙ্গে শেয়ার হবে না।

সর্বোচ্চ প্রাইভেসি চাইলে সব জায়গায় ‘শুধু আমি’ অপশন বেছে নিন।

ফেসবুক প্রাইভেট করবেন কীভাবে?

ওয়েব ব্রাউজারে

১. প্রোফাইল ছবিতে ক্লিক করুন (উপরের ডান কোণ)।

২. সেটিংস ও প্রাইভেসি অপশনে যান, তারপর সেটিংস-এ ক্লিক করুন।

৩. বাম পাশে প্রাইভেসি মেনুতে ক্লিক করুন।

এখান থেকে আপনি নিচের বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে পারবেন:

আপনার পোস্ট কে দেখতে পারবে: আপনার কার্যকলাপ (Your Activity) অংশে গিয়ে আপনার ভবিষ্যতের পোস্ট কারা দেখতে পারবে? সেট করুন। চাইলে পুরোনো পোস্টও সীমিত করতে পারেন।

আপনাকে কারা খুঁজে পাবে: মানুষ কীভাবে আপনাকে খুঁজে পায় ও যোগাযোগ করে অংশে গিয়ে বন্ধুর অনুরোধ, ইমেইল বা নম্বর দিয়ে খোঁজা বন্ধ করতে পারেন।

আপনাকে মেসেজ পাঠানো বন্ধ করতে: আপনি কীভাবে মেসেজ অনুরোধ পাবেন সেটিংসে গিয়ে নির্দিষ্ট ব্যক্তিদের কাছ থেকে মেসেজ বন্ধ করুন।

প্রোফাইলে ট্যাগ বা পোস্ট কে করতে পারবে: প্রোফাইল ও ট্যাগিং অংশে গিয়ে ট্যাগ অনুমোদন, অন্যের পোস্ট দেখা বা আপনার প্রোফাইলে পোস্ট করা সীমিত করুন।

ফলোয়ার ও মন্তব্য নিয়ন্ত্রণ: পাবলিক পোস্ট সেটিংসে গিয়ে কে আপনার পোস্টে মন্তব্য করতে পারবে বা কে ফলো করতে পারবে তা ঠিক করুন।

কারা ব্লক করা থাকবে: ব্লকিং অংশে গিয়ে যাদের দেখতে বা যোগাযোগ করতে চান না, তাদের ব্লক করুন।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একই ফোনে দুটি WhatsApp অ্যাকাউন্ট চালানো এখন সহজ
একই ফোনে দুটি WhatsApp অ্যাকাউন্ট চালানো এখন সহজ
পিলিয়ন সিট উঁচু হয় কেন?
পিলিয়ন সিট উঁচু হয় কেন?
৩ ধরনের মোবাইল ফোন বন্ধ করতে যাচ্ছে সরকার
৩ ধরনের মোবাইল ফোন বন্ধ করতে যাচ্ছে সরকার