• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

শাফিনের চলে যাওয়ার এক বছর

   ২৪ জুলাই ২০২৫, ০৩:১৩ পি.এম.
শাফিন আহমেদ। ছবি : সংগৃহীত

বিনোদন প্রতিবেদক
জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ। ২০২৪ সালের ২৪ জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় চিকিৎসাধীন থাকাকালীন মাত্র ৬৩ বছর বয়সে তিনি মারা যান।

গত বছর ২০ জুলাই আমেরিকার ভার্জিনিয়াতে তার দ্বিতীয় স্টেজ শোতে অংশ নেয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই অনুষ্ঠানের আগে হোটেলে অচেতন হয়ে পড়েন।

সেখানেই হার্ট অ্যাটাক হয়েছিল তার। অনুষ্ঠানের দিনই শাফিনের শরীর খারাপ লাগা শুরু করে। খারাপ লাগাটা এমন পর্যায়ে পৌঁছায়, নিজের নিয়ন্ত্রণ রাখতে না পেরে হোটেল রুমেই আয়োজকদের সামনে শাফিন পড়ে যায়। তখনই হাসপাতালে নেয়া হয় তাকে।

তবে হাসপাতালে নেয়ার পর প্রাথমিক চিকিৎসা দিলে কিছুটা ভালো অনুভব করেন শাফিন। কিন্তু রাত সাড়ে তিনটার দিকে আবার হার্ট অ্যাটাক হয়। ৫-৭ মিনিট একেবারে অচেতন ছিলেন। এরপর সিপিআর করে তার জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা হয়।

সিপিআর শেষে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। কিন্তু তিনি আর দর্শকের সামনে আসতে পারেননি।

শাফিন আহমেদের জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি। মা কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সংগীতজ্ঞ কমল দাশগুপ্ত। এই পরিবারে জন্ম নেওয়ার কারণে ছোটবেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হন।

শৈশবে বাবার কাছে উচ্চাঙ্গসংগীত শিখেছেন আর মায়ের কাছে শিখেছেন নজরুলসংগীত।
এরপর বড় ভাই হামিন আহমেদসহ যুক্তরাজ্যে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সংগীতের সংস্পর্শে এসে ব্যান্ডসংগীত শুরু করেন। দেশে ফিরে গড়ে তোলেন মাইলস। যা দেশের শীর্ষ ব্যান্ডের একটি এখনো। এই ব্যান্ডের ৯০ ভাগ গান শাফিন আহমেদের কণ্ঠে সৃষ্টি হয়েছে। পেয়েছে তুমুল জনপ্রিয়তা। তিনি কণ্ঠের পাশাপাশি ব্যান্ডটির বেজ গিটারও বাজাতেন।

শাফিন আহমেদ বাংলাদেশি সংগীতশিল্পী এবং সুরকার। তিনি মাইলস ব্যান্ডের সদস্য। ব্যান্ডের বাইরে তিনি সলো ক্যারিয়ারে সুনাম অর্জন করেন। এছাড়াও বেশকিছু সলো কিংবা মিক্সড অ্যালবামে তার গান রয়েছে।  

শাফিন আহমেদের জনপ্রিয় কিছু গানের মধ্যে চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও হারানো প্রেম, ফিরে এলে না ও হ্যালো ঢাকা অন্যতম। ‘আজ জন্মদিন তোমার’ শাফিন আহমেদের সলো ক্যারিয়ারে অন্যতম আলোচিত গান। 

সংগীতের পাশাপাশি শেষ দিকে এসে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন এ গায়ক। ২০১৭ সালে তিনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনে (এনডিএম) যোগ দেন। এরপর ২০১৮ সালে জাতীয় পার্টিতে যুক্ত হন। দুই দলেই গুরুত্বপূর্ণ পদে ছিলেন শাফিন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিরো আলমের ওপর হামলার অভিযোগ
হিরো আলমের ওপর হামলার অভিযোগ
ঘুমহীন মানুষের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’
ঘুমহীন মানুষের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’
আসিফ আকবর-আতিফ আসলামের জীবনযাত্রায় মিল
আসিফ আকবর-আতিফ আসলামের জীবনযাত্রায় মিল