• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

জাতিসংঘ মানবাধিকার অফিস দেশের স্বার্থে কাজ করবে: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ২৪ জুলাই ২০২৫, ১০:২২ পি.এম.
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সংগৃহীত ছবি

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কান্ট্রি অফিস বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে না, বরং দেশের স্বার্থ রক্ষায় কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি বলেন, “বাংলাদেশ নিজস্ব স্বার্থ বিবেচনায় এই অফিস স্থাপনের অনুমতি দিয়েছে। এটি হঠাৎ নেওয়া কোনো সিদ্ধান্ত নয়, দীর্ঘ সময় ধরে যাচাই-বাছাইয়ের পর অনুমোদন দেওয়া হয়েছে।”

তিনি জানান, অফিসটি খুব শিগগিরই চালু হবে, কারণ প্রয়োজনীয় চুক্তি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

চীনের নদীতে বাঁধ নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের অধিকাংশ নদীর উৎস দেশের বাইরে। এসব নদীর উজানে অবকাঠামো নির্মাণ ঠেকানো কঠিন। তবে লক্ষ্য থাকবে, এসব প্রকল্প যেন বাংলাদেশের ক্ষতি না করে বা ক্ষতি সীমিত রাখে। তিনি জানান, ব্রহ্মপুত্রে জলবিদ্যুৎ প্রকল্পে পানি প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই বলে চীনের রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন।

মাইলস্টোন ট্র্যাজেডিতে চিকিৎসা সহায়তা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সিঙ্গাপুর, ভারত ও চীন ছাড়া অন্য কোনো দেশ থেকে সহায়তার প্রস্তাব আসেনি। বর্তমানে অতিরিক্ত সহায়তার প্রয়োজনও নেই।

ভারতের চিকিৎসক দলের সফর নিয়ে তিনি বলেন, বাংলাদেশ সবসময় ভারতের সঙ্গে সম্মানজনক সম্পর্ক বজায় রাখতে চায়। চিকিৎসা সহায়তাকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে।

বাংলাদেশিদের ভিসা জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, আগে জাল নথি শনাক্ত করা কঠিন ছিল, এখন তা অনেক সহজ হয়েছে। আমাদের লক্ষ্য হওয়া উচিত—বাংলাদেশ থেকে যেন কোনো অপরাধমূলক কার্যক্রম সংঘটিত না হয়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অপ্রকাশযোগ্য চুক্তি’ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আলোচনা এখনো চলমান। মাঝপথে এ নিয়ে মন্তব্য করা ঠিক হবে না। বরং যারা দরকষাকষি করছেন, প্রশ্নটি তাদের করা উচিত।

সাবেক রাষ্ট্রদূত সুফিউর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্বাগত না জানানো নিয়ে তিনি বলেন, “এ ধরনের কোনো মন্তব্য আমি করিনি। তিনি এখনো যোগ দেননি এবং কী দায়িত্ব পাবেন, তাও নির্ধারিত হয়নি।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক ঐক্য: আলী রীয়াজ
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক ঐক্য: আলী রীয়াজ
৫ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
৫ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়
প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়