• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

অল-স্টার গেমে না খেলায় এক ম্যাচ নিষিদ্ধ মেসি ও জর্দি আলবা

স্পোর্টস ডেস্ক    ২৬ জুলাই ২০২৫, ১০:১৭ এ.এম.
জর্দি আলবা ও লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

মেজর লিগ সকারের (এমএলএস) অল-স্টার গেমে অনুপস্থিতির কারণে ইন্টার মায়ামির দুই তারকা লিওনেল মেসি ও জর্দি আলবাকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে লিগ কর্তৃপক্ষ। ফলে শনিবার সিনসিনাটির বিপক্ষে ম্যাচে তারা মাঠে নামতে পারবেন না।

গত বুধবার যুক্তরাষ্ট্রের অস্টিনে অনুষ্ঠিত হয় ২০২৫ এমএলএস অল-স্টার গেম। স্কোয়াডে নাম থাকলেও ম্যাচটিতে অংশ নেননি মেসি ও আলবা। এমএলএসের নিয়ম অনুযায়ী, অল-স্টার ম্যাচে ‘অবাঞ্ছিত অনুপস্থিতি’ থাকলে পরবর্তী ম্যাচে খেলার অনুমতি দেওয়া হয় না। সেই নিয়ম মেনেই এই দুই খেলোয়াড়কে নিষিদ্ধ করা হয়েছে।

এক বিবৃতিতে এমএলএস জানায়, –ইন্টার মায়ামির লিওনেল মেসি ও জর্দি আলবা অল-স্টার গেমে অংশ না নেওয়ায় শনিবার সিএফ সিনসিনাটির বিপক্ষে তারা খেলতে পারবেন না।–

তবে লিগ কমিশনার ডন গারবার এই সিদ্ধান্ত নেওয়ার সময় মেসির প্রতি সম্মান জানিয়ে বলেন, –আমি জানি, মেসি এই লিগকে ভালোবাসেন। তার মতো কেউ এমএলএসে অবদান রাখেননি। কিন্তু আমাদের দীর্ঘদিনের নীতিমালা রয়েছে। তাই আমাদের বাধ্য হয়েই এ সিদ্ধান্ত নিতে হয়েছে।–

ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো বলেন, মেসি সম্পূর্ণ ফিট থাকলেও টানা ম্যাচ খেলার কারণে তিনি ক্লান্ত ছিলেন। আর জর্দি আলবা ছোটখাটো চোটে ভুগছিলেন। তিনি বলেন, –খেলোয়াড়েরা যখন তিন দিনে একটি করে ম্যাচ খেলছে, তখন ক্লান্তি থাকাটাই স্বাভাবিক। গত পাঁচ ম্যাচের চারটি বাইরের মাঠে খেলতে হয়েছে আমাদের। প্রতিনিয়ত ভ্রমণ, প্রতিনিয়ত খেলা—এটা খেলোয়াড়দের জন্য বিরাট চাপ।–

অল-স্টার ম্যাচ আয়োজনের সময় নিয়ে প্রশ্ন তুলে মাশ্চেরানো বলেন, –এই ধরনের ম্যাচ সপ্তাহ শেষে আয়োজন করা উচিত, যেন খেলোয়াড়েরা পর্যাপ্ত বিশ্রাম নিতে পারে।–

২০২৫ মৌসুমে ইন্টার মায়ামিই সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ, ক্লাব বিশ্বকাপ ও লিগ মিলিয়ে তাদের সূচি ছিল ঠাসা। সেই ক্লান্তির মাঝেই ছিল অল-স্টার ম্যাচ, যা আরও চাপ সৃষ্টি করেছে মেসি-আলবার ওপর।

তবে ভবিষ্যতে এই নিষেধাজ্ঞার নিয়ম পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন এমএলএস কমিশনার। তিনি বলেন, –আমরা নিয়মটি আবার পর্যালোচনা করবো। খেলাটির মালিক হচ্ছে খেলোয়াড়েরা—তাদের কথাই আমাদের আগে ভাবতে হবে।–

এই নিষেধাজ্ঞা এমন এক সময়ে এলো, যখন ইন্টার মায়ামি লিগস কাপের প্রস্তুতিতে ব্যস্ত। গুরুত্বপূর্ণ এই ম্যাচে মেসি ও আলবার অনুপস্থিতি তাদের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারী বিশ্বকাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
নারী বিশ্বকাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা