• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে কলম্বিয়া

স্পোর্টস ডেস্ক    ২৯ জুলাই ২০২৫, ০২:১৬ পি.এম.
ছবি: সংগৃহীত

এক বছর পর ফের কোপা আমেরিকায় মঞ্চে মুখোমুখি আর্জেন্টিনা-কলম্বিয়া। তবে এবারের লড়াই নারীদের ফুটবলে। কোপা আমেরিকা ফেমিনিনা-র সেমিফাইনালে অবশ্য ছেলেদের কীর্তির পুনরাবৃত্তি করতে পারেনি আর্জেন্টিনা নারী দল। তাদের হারিয়ে ফাইনালে উঠে ছেলেদের হারের প্রতিশোধ নিয়েছে কলম্বিয়ার মেয়েরা।

মঙ্গলবার (২৯ জুলাই) কোপা আমেরিকা ফেমিনিনার সেমিফাইনালে আর্জেন্টিনা নারী দলকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছে কলম্বিয়া নারী দল। ইকুয়েডরের এস্তাদিও দে লিগা দেপোর্তিভো ইউনিভারসিতারিয়ায় নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্রয়ে শেষ হয়। এরপর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় পায় কলম্বিয়া।

সেমিফাইনাল জিতে কলম্বিয়া ২০২৮ এর লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ১৬ দলের মধ্যে জায়গা নিশ্চিত করেছে। আগামীকাল (বুধবার) ভোরে আরেক সেমিফাইনালে উরুগুয়ের মুখোমুখি হবে টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ২ আগস্ট মাঠে গড়াবে ফাইনাল।

নির্ধারিত সময়ের খেলায় আর্জেন্টিনাকে চাপে রেখেছিল কলম্বিয়া। বলের দখল এবং আক্রমণে এগিয়ে ছিল কলম্বিয়া। ৬২ শতাংশ বল দখলে রেখে ১৬টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রেখেছিল কলম্বিয়া। বিপরীতে আর্জেন্টিনা ১০ শটের ৩টি লক্ষ্যে রাখতে পারে। তবে কোনো দলই গোল করতে পারেনি।

টাইব্রেকারে প্রথম পাঁচ শটে দুই দলই চারবার করে বল জালে পাঠায়। আর্জেন্টিনার পক্ষে ফ্লোরেন্সিয়া বনসেগুন্দো, সোপিয়া ব্রাউন, আলদানা কমেত্তি ও কিশি নুনেজ বল জালে পাঠালেও তৃতীয় শটটি মিস করেন পাউলিনা গ্রামাগগিলা।

অন্যদিকে কলম্বিয়ার কাতালিনা উসমে, জরেলিন কারাবালি, মানুয়েলা পাভি ও লিন্দা কাইসেদো বল জালে পাঠালেও চতুর্থ শটটি মিস করেন মায়রা রামিরেজ. আর্জেন্টিনার এলিয়ানা স্তাবিলে ষষ্ঠ শট মিস করলেও ওয়েন্ডি বোনিলা বল জালে পাঠিয়ে কলম্বিয়ানদের আনন্দে ভাসান।

নারীদের কোপা আমেরিকায় একচ্ছত্র আধিপত্য ব্রাজিলের। আগের ৯ আসরের ৮টিতে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। শুধু ২০০৬ সালে ঘরের মাটিতে আয়োজিত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা।

ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলই সেমিফাইনালে ওঠায় ফাইনালে সুপার ক্লাসিকো'র সম্ভাবনা জেগেছিল। কিন্তু আর্জেন্টিনার হারে সেই সম্ভাবনা শেষ হয়ে গেল।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রেভিস ঝড়ে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা
ব্রেভিস ঝড়ে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা
বিকেএসপির ফুটবলারদের প্রথম জাপান যাত্রা
বিকেএসপির ফুটবলারদের প্রথম জাপান যাত্রা
রুবেলের প্রতিবাদ: সাদা পাথর লুট বন্ধ করুন
রুবেলের প্রতিবাদ: সাদা পাথর লুট বন্ধ করুন