জুলাই সনদের দাবিতে আজও শাহবাগে অবস্থান


জুলাই সনদের বাস্তবায়নের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ‘জুলাই যোদ্ধারা’।
শুক্রবার (১ আগস্ট) সকালেও সরেজমিনে শাহবাগ মোড়ে গিয়ে দেখা যায়, আন্দোলনকারীরা সড়কের ওপর ত্রিপল বিছিয়ে অবস্থান করছেন। অস্থায়ীভাবে তৈরি করা মঞ্চে একের পর এক বক্তব্য চলেছে আন্দোলনকারীদের পক্ষ থেকে।
সড়কের চারদিকে দেওয়া হয়েছে ব্যারিকেড, যার ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি পরিবহনগুলো চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে।
আন্দোলনকারীদের দাবি, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না হওয়ায় আহত ও শহীদ পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হচ্ছেন। বহুবার দাবি জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর অগ্রগতি না হওয়ায় তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।
তাদের ভাষ্য, "জুলাই সনদ শুধুই দাবি নয়, এটি আমাদের সাংবিধানিক অধিকার। সনদটি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা শুধু আশ্বাসে বিশ্বাসী নই, বাস্তবায়ন চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।"
তারা আরও বলেন, “আমরা গাছের ফুল দেখে ঘরে ফিরতে চাই না, হাতে ফল নিয়েই ফিরতে চাই।”
আন্দোলনকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি পূরণ না হলে শাহবাগেই স্থায়ী মঞ্চ তৈরি করে লাগাতার কর্মসূচি চালিয়ে যাবেন।
এর আগে, বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেয় ‘জুলাই যোদ্ধারা’। এ সময় তাদের কণ্ঠে শোনা যায় বিভিন্ন স্লোগান -“রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে”, “আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না”, “চব্বিশের চেতনা বৃথা যেতে দেব না”, “অন্তর্বর্তী সরকার চাই, জুলাই সনদ চাই”, “আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ”।