• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

আস সাওয়ীক পুষ্টিতে ভরপুর

লাইফস্টাইল    ৪ আগস্ট ২০২৫, ০২:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত

ঐতিহ্যবাহী একটি খাবার আস-সাওয়ীক। সাওয়ীক আরবি শব্দ, বাংলাতে ছাতু বলা হয়। আস-সাওয়ীক মানে হলো ছাতুর লাড্ডু। খাবারটিতে রয়েছে পুষ্টির বিশাল ভাণ্ডার যা সামান্য উপকরণে তৈরি! এটি ফাইবার, প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন এবং অন্যান্য খনিজ পদার্থে সমৃদ্ধ, যা হজমে সহায়তা করে, ওজন নিয়ন্ত্রণ করে এবং শক্তি প্রদান করে।

কীভাবে তৈরি করবেন আসুন জেনে নেওয়া যাক -

উপকরণ
১. গম বা বার্লির ময়দা (ছাতু) ১ কাপ
২. খেজুর ২ কাপ
৩. দুধ ৫ টেবিল চামচ
৪. মাখন বা ঘি ২ টেবিল চামচ
৫. বাদাম গুড়া, তিল, নারকেল গুঁড়া, কোকো পাউডার সব ১ টেবিল চামচ করে

প্রস্তুত প্রণালি
প্রথমে ময়দা ভেজে নিন হালকা আঁচে, যতক্ষণ না বাদামি রং ধারণ করে। খেয়াল রাখতে হবে ভাজার সময় যেন পুড়ে না যায়। খেজুর থেকে বীজ বের করে কেটে দুধ বা পানির সঙ্গে মিশিয়ে ব্লেন্ডারে পেস্ট তৈরি করে নিন। এবার একটি পাত্রে ভাজা ময়দা, খেজুর পেস্ট মাখন, মিশিয়ে নিন। মিশ্রণটি ছোট ছোট বলের মতো গড়িয়ে নিন। বলগুলোর উপর শুকনো নারকেল, তিল অথবা কোকো পাউডার দিয়ে টপিংস দিয়ে প্রলেপ দিন। এরপর পরিবেশন করুন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাখিরা কেন বৈদ্যুতিক তারে বসে, শক খায় না?
পাখিরা কেন বৈদ্যুতিক তারে বসে, শক খায় না?
চোখের নিচের কালো দাগ কখন হতে পারে স্বাস্থ্যঝুঁকির ইঙ্গিত
চোখের নিচের কালো দাগ কখন হতে পারে স্বাস্থ্যঝুঁকির ইঙ্গিত
এই উৎসবে নিজ হাতে বানান সুস্বাদু গোলাপজাম
এই উৎসবে নিজ হাতে বানান সুস্বাদু গোলাপজাম