• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

‘নিকোর চেয়ে রাশফোর্ড অনেক ভালো’

স্পোর্টস ডেস্ক    ৪ আগস্ট ২০২৫, ০৩:৪৭ পি.এম.
নিকো ও রাশফোর্ড ছবি: সংগৃহীত

স্প্যানিশ তারকা নিকোর পারফরম্যান্সে কাতালান ক্লাবটি যারপরানই মুগ্ধ ছিল। বিশেষ করে ইউরোতে গোল কিংবা অ্যাসিস্ট; দুই জায়গাতেই সমানতালে অবদান রেখে সবাইকে মুগ্ধ করেছিলেন তিনি। লামিনে ইয়ামালের সঙ্গে তার রসায়ন ছিল চোখে পড়ার মতো। ক্লাব ক্যারিয়ারে ১৯৪ ম্যাচে এখন পর্যন্ত ৪০ গোল ও ৪১ অ্যাসিস্ট করেছেন এই উইঙ্গার।

চলতি মৌসুমে নিকো উইলিয়ামসের জন্য সম্ভাব্য সর্বোচ্চ চেষ্টাই করেছে বার্সেলোনা। কিন্তু শেষ পর্যন্ত তাকে পায়নি। এরপরই মার্কাস রাশফোর্ডকে দলে ভেড়ায় কাতালান ক্লাবটি। গত তিন দশকে বার্সায় নাম লেখানো প্রথম কোনো ইংলিশ ফুটবলার তিনি। এই ক্লাবটিতে ইংল্যান্ডের ফুটবলার হিসেবে তার আগে খেলে গেছেন গ্যারি লিনেকার। ১৯৮৬ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ব্লু গ্রানা জার্সি গায়ে মাঠ মাতিয়েছেন এই কিংবদন্তি।

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে বার্সেলোনায় এসেছেন রাশফোর্ড। দুই পক্ষের মাঝে এক মৌসুমের জন্য চুক্তি হয়েছে। মৌসুম শেষে রাশফোর্ড পারফরম্যান্সে সন্তুষ্ট করতে পারলে স্থায়ী চুক্তি হতে পারে। সে জন্য বার্সেলোনার খরচ করতে হবে ৩৫ মিলিয়ন ইউরো। তবে রাশফোর্ডকে দলে নেওয়ার আগে বার্সেলোনার টার্গেট ছিল অ্যাথলেটিক বিলবাওয়ের নিকো উইলিয়ামস। 

এই বাঁকবদলের দায় নিকোর ভাই ইনাকি উইলিয়ামস দিয়েছেন বার্সার ওপর। দিন দুয়েক আগে তিনি বলেছিলেন, ‘বার্সা বিলবাও ও তার ভাই নিকোর ওপর চাপ তৈরি করতে চেয়েছিল।’ ইনাকির এই বক্তব্যের প্রেক্ষিতে বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট হুয়ান গ্যাসপোর্ট টেনে এনেছেন অতীত ইতিহাস। সেই সঙ্গে রাশফোর্ডকে নিকোর চেয়ে ভালো বলেও মন্তব্য করেছেন তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক