• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অভ্যুত্থান আমাদের রক্ত ও মাটিতে মিশে আছে : নওশাবা

বিনোদন ডেস্ক    ৫ আগস্ট ২০২৫, ০২:৪৮ পি.এম.
অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। ছবি: সংগৃহীত

আজ ৫ আগস্ট, ‘জুলাই বিপ্লব’-এর বর্ষপূর্তি। গত বছরের এই দিনে স্বৈরাচারী সরকারের পতন ঘটে এবং বিজয়ী হয় ছাত্র-জনতার আন্দোলন। বৈষম্যবিরোধী এই ঐতিহাসিক আন্দোলনে ছাত্র-জনতার পাশে সক্রিয়ভাবে অংশ নেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। দাবি আদায়ের লক্ষ্যে তিনিও রাজপথে ছিলেন, উচ্চকণ্ঠে প্রতিবাদ জানিয়েছেন।

এ প্রসঙ্গে কাজী নওশাবা বলেন, ‌‘সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা আশা, ভরসা ও আস্থা নিয়ে রাজপথে নেমেছিলাম। সেই আশার সবচেয়ে বড় প্রমাণ-আমরা অনেক প্রাণ হারিয়েছি, হারিয়েছি শিশুদেরও। সেই ত্যাগের স্মৃতি প্রতিদিন মনে রাখা জরুরি।’

তিনি আরও জানান,  গত এক মাস ধরে আমি থিয়েটার নিয়ে ব্যস্ত। আমার একটি ছোট দল রয়েছে, তাদের নিয়েই ‘জুলাই যোদ্ধা’দের জন্য কাজ করছি। যেহেতু তারা অনেকেই এক ধরনের মানসিক অবসাদের ভেতর দিয়ে গেছেন, আমি চেষ্টা করেছি সীমিতভাবে অন্তত ৫০ জন ‘জুলাই যোদ্ধা’কে একত্র করার। তাদের নিয়েই ৮ আগস্ট ঢাকা শিল্পকলা একাডেমির মূল হলে মঞ্চস্থ হবে নাটক ‘আগুনি’। 
নাটকের মাধ্যমেই শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে চাই। এটাই এখন আমার ধ্যান, জ্ঞান ও সময়ের একমাত্র কেন্দ্রবিন্দু।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিনয় ছেড়ে দেওয়ার ইঙ্গিত ঋতাভরীর
অভিনয় ছেড়ে দেওয়ার ইঙ্গিত ঋতাভরীর
ওয়েস্টার্ন লুকে গ্ল্যামার গার্ল ফারিণ
ওয়েস্টার্ন লুকে গ্ল্যামার গার্ল ফারিণ
১০০ কোটির সম্পত্তির মালিক সামান্থা
১০০ কোটির সম্পত্তির মালিক সামান্থা