• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

গাজায় খাদ্যবাহী ট্রাক উল্টে ২০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক    ৭ আগস্ট ২০২৫, ০৯:৪৬ এ.এম.
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণবাহী একটি ট্রাক উল্টে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। মঙ্গলবার (৫ আগস্ট) এ ঘটনা ঘটে গাজার মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবিরের কাছে।

গাজা সিভিল ডিফেন্স জানায়, ইসরায়েলি সেনারা ত্রাণবাহী গাড়িগুলোকে নিরাপদ নয়-এমন সড়কে প্রবেশ করতে বাধ্য করে। এ সময় খাদ্যের অপেক্ষায় থাকা হাজারো মানুষের ভিড়ে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। অনেকেই ট্রাকের দিকে দৌড়ে যান, কেউ কেউ ট্রাকের ওপরে উঠে পড়েন। এতে ভারসাম্য হারিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

এই দুর্ঘটনার পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা পুরোপুরি দখলের পরিকল্পনা নিয়েও ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইউভ গ্যালান্ত জানান, গাজায় সামরিক পদক্ষেপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজনৈতিক নেতৃত্ব এবং তা বাস্তবায়ন করবে প্রতিরক্ষা বাহিনী।

অন্যদিকে, বিরোধী নেতা ইয়াইর লাপিদ গাজা দখলের পরিকল্পনাকে ‘চরম ভুল’ আখ্যা দিয়ে বলেন, অধিকাংশ ইসরায়েলিই যুদ্ধের পক্ষে নয়। গাজা দখল দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

ইসরায়েল ও বিশ্বজুড়ে নেতানিয়াহুর যুদ্ধ সম্প্রসারণ ও গাজা দখল পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ চলছে। অনেক বিক্ষোভকারী কাঁধে আটা ও চালের বস্তা এবং ‘ক্ষুধার্ত শিশুদের’ ছবি নিয়ে যুদ্ধ বন্ধের দাবি জানাচ্ছেন। তাদের মতে, এই আগ্রাসন বন্ধ না হলে শুধু ফিলিস্তিনিই নয়, ইসরায়েলি জিম্মিদের জীবনও হুমকির মুখে পড়বে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় শতাধিক মানুষ নিহত ও অন্তত ৭০০ জন আহত হয়েছেন। অনেকেই গুরুতর অবস্থায় চিকিৎসাধীন, এবং ধ্বংসস্তূপের নিচে এখনো আটকা রয়েছেন অনেকে।

এদিকে, মিশরের রেড ক্রিসেন্ট সোসাইটি অভিযোগ করেছে, ইসরায়েলি কর্তৃপক্ষ কিছু ত্রাণপণ্যের ওপর শর্ত আরোপ করায় সাহায্য সরবরাহ ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতির মধ্যেই ঘটেছে ট্রাক উল্টে প্রাণহানির মর্মান্তিক ঘটনা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদ্রিদে ফিলিস্তিন সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ
মাদ্রিদে ফিলিস্তিন সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ
ট্রাম্পের নির্দেশ উপেক্ষা, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬
ট্রাম্পের নির্দেশ উপেক্ষা, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬
বেলুচিস্তানে অভিযানে ১৪ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত
বেলুচিস্তানে অভিযানে ১৪ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত