• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এনসিপির কমিটি দিয়ে বিতর্কে হান্নান মাসউদ

নিজস্ব প্রতিবেদক    ৭ আগস্ট ২০২৫, ০৫:৩৪ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের নিজ এলাকা নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। তিন মাস মেয়াদী এ সমন্বয় কমিটিতে ৫১ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আক্তার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এ কমিটি অনুমোদন করেন। কমিটিতে প্রধান সমন্বয়কারী হলেন হেডমাস্টার শামছল তিব্রিজ।

কমিটিতে যুগ্ম সমন্বয়কারীরা হলেন, আলাউদ্দিন, ওয়ারেন্ট অফিসার (অব.) মোহাম্মদ সাহেদ উদ্দীন, আশরাফুল আজীম (বাপ্পী), হুমায়রা আক্তার পহেলী, শহীদুল্লাহ সুজন, ডা. আব্দুর রহমান, প্রফেসর বাকের বিল্লাহ, ডা. তানিয়া সুলতানা, দাউদুল ইসলাম খান, মেহেরাজ উদ্দীন, মাস্টার মোশাররফ হোসেন, আবু তৈয়ব, জাহেদা সুলতানা রুনা, জাকের হোসেন, ফুয়াদ উদ্দীন, প্রফেসর মফিজ উদ্দীন আহমেদ ও সালমা আক্তার লাকী।

কমিটিতে সদস্যরা হলেন, মাস্টার আনোয়ার হোসেন, মামুনুর রশীদ, আব্দুল মন্নান, সুফিয়া বেগম, আমীরুল ইসলাম শামীম, ফরহাদ উদ্দীন, উম্মে আফিফা, হাজী ইখতিয়ার উদ্দিন বখতিয়ার, ডা. মোহাম্মদ শাহজাহানঅ্যা, ডভোকেট সাদিকুর রহমান রাশেদ, মাস্টার জসীম উদ্দীন, মুশফিকা আক্তার মেরী, ডা. মোহাম্মদ আব্দুল জলিল, জিয়াউর রহমান পলাশ, বীর মুক্তিযোদ্ধা মাস্টার গোলাম মাওলা, আপেল আলী, আমেনা বেগম, আজিজুর রহমান, রুমি আক্তার, দিদার উদ্দীন, হেলাল উদ্দীন, জোসনা বেগম, ইমন হাসান ভুট্টু, মনির উদ্দীন, আলফি শাহরিন ফিহা, বশির আহমেদ, জোসনা বেগম, আকবর হোসেন, আকতার হোসেন, নবীর উদ্দীন আলতাব, আকবর হোসেন, রাশেদ উদ্দীন (সাদেক আলী) ও রোজিনা আকতার।

এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে হাতিয়া উপজেলা সমন্বয় কমিটির তালিকা প্রকাশ করে এনসিপির দপ্তর। এছাড়াও আরও ১৭ জনকে যুগ্ম সমন্বয়কারী হিসেবে উল্লেখ করা হয়েছে। সদস্য হিসেবে রাখা হয়েছে আরও ৩৩ জনকে। আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত এই কমিটির অনুমোদন করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশ রক্ষার নির্বাচনে বিএনপিকে জিততেই হবে- আবদুস সালাম
দেশ রক্ষার নির্বাচনে বিএনপিকে জিততেই হবে- আবদুস সালাম
৫ আগস্টের পর অনেকে লোভে পড়ে গেছে : এ্যানি
৫ আগস্টের পর অনেকে লোভে পড়ে গেছে : এ্যানি
জনপ্রিয়তা বেড়েছে এনসিপির
জনপ্রিয়তা বেড়েছে এনসিপির