• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হায়দার আলীর বিরুদ্ধে

ইংল্যান্ডে যৌন হেনস্থার অভিযোগে, পিসিবির সাময়িক নিষেধাজ্ঞা

স্পোর্টস ডেস্ক    ৮ আগস্ট ২০২৫, ০৪:২৬ পি.এম.
অভিযুক্ত পাকিস্তানি ব্যাটার হায়দার আলী। সংগৃহীত ছবি

পাকিস্তানি ব্যাটার হায়দার আলী ইংল্যান্ডে এক অপরাধমূলক তদন্তে জড়িয়েছেন। যৌন হেনস্থার অভিযোগে তাকে গ্রেপ্তার করে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। জামিনে মুক্তি পেলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে।

জানা গেছে, চার দিন আগে (৩ আগস্ট) হোভ শহর থেকে হায়দারকে গ্রেপ্তার করে পুলিশ। সেদিন তিনি পাকিস্তান শাহিন্স দলের হয়ে বেকহামে একটি ওয়ানডে ম্যাচে অংশ নিচ্ছিলেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, “আমরা জানতে পেরেছি, গ্রেটার ম্যানচেস্টার পুলিশ একটি অপরাধমূলক তদন্ত শুরু করেছে এবং এই তদন্তে হায়দার আলীর সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। সোমবার (৪ আগস্ট) পাকিস্তান শাহিন্সের ইংল্যান্ড সফর শেষ হয়েছে।”

পিসিবি আরও জানায়, “তদন্ত চলাকালীন হায়দার আলীকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। আমরা যুক্তরাজ্যের আইনি প্রক্রিয়ার প্রতি সম্মান জানাই এবং তদন্তকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়াকে গুরুত্ব দিচ্ছি।”

বোর্ড আরও নিশ্চিত করেছে, গোটা প্রক্রিয়ায় খেলোয়াড়ের আইনি অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় সহায়তা দেবে তারা। তদন্ত শেষে হায়দারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানিয়েছে পিসিবি।

উল্লেখ্য, হায়দার আলী পাকিস্তানের হয়ে ২টি ওয়ানডে ও ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফিফা র‍্যাংকিংয়ে এখন ১৩৩ নম্বরে ভারত
ফিফা র‍্যাংকিংয়ে এখন ১৩৩ নম্বরে ভারত
মেসিকে ছাড়া মায়ামির বড় হার
মেসিকে ছাড়া মায়ামির বড় হার
কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ