তৃষ্ণার হ্যাটট্রিকে তিমুর লেস্তেকে উড়িয়ে বড় জয় বাংলাদেশের


এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাই পর্বে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ। গ্রুপের দ্বিতীয় ম্যাচে তিমুর লেস্তেকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে পিটার বাটলারের দল। ম্যাচে হ্যাটট্রিক করেছেন ফরোয়ার্ড তৃষ্ণা।
এই জয়ে টানা দুই ম্যাচ জিতে গ্রুপ রানার্সআপ হওয়া নিশ্চিত করেছে বাংলাদেশ।
আজ শুক্রবার (৮ আগস্ট) লাওসের ভিয়েনতিয়েনের নিও লাওস স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের ৮ মিনিটেই প্রথমবারের মতো রক্ষা পায় বাংলাদেশ। তিমুর লেস্তের এক খেলোয়াড়ের প্রচেষ্টা গোলরক্ষক নবীরন দারুণভাবে ঠেকিয়ে দেন।
২০ মিনিটে কর্নার থেকে শিখা সিনহার হেডে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর ৩৩ মিনিটে শান্তি মার্ডির বাঁ পায়ের কর্নার সরাসরি জালে ঢুকে ব্যবধান দ্বিগুণ করে।
৩৬ মিনিটে শান্তির আরেকটি কর্নার থেকে নবীরন হেডে তৃতীয় গোলটি করেন। প্রথমার্ধের যোগ করা সময়ে সাগরিকার পাস থেকে তৃষ্ণা চতুর্থ গোল করে বিরতিতে ৪-০ ব্যবধানে এগিয়ে দেয় দলকে।
দ্বিতীয়ার্ধেও একই ছন্দে খেলে বাংলাদেশ। ৫০ মিনিটের দিকে গোলমুখের জটলার মধ্যে থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তৃষ্ণা।
৭২ মিনিটে সাগরিকার পা থেকে আসে ষষ্ঠ গোল। এরপর ৮২ মিনিটে সাগরিকার কাটব্যাক থেকে তৃষ্ণা হ্যাটট্রিক পূর্ণ করেন।
যোগ করা সময়ে ম্যাচের শেষ গোলটি করেন মুনকি আক্তার। গোলমুখে জটলার মধ্যে থেকে পাওয়া বল ডান পায়ের শটে জালে পাঠান তিনি।
এ ম্যাচে বড় জয়ের পর বাংলাদেশ আগামী রোববার (১০ আগস্ট) গ্রুপের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে।
ভিওবি বাংলা/জা