• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাতীয় নির্বাচন ঘিরে ৪০ হাজার বডি ক্যামেরা কিনছে সরকার

নিজস্ব প্রতিবেদক    ১০ আগস্ট ২০২৫, ১১:৪৯ এ.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদারে পুলিশের জন্য ৪০ হাজার বডি-ওয়ার্ন ক্যামেরা (বডিক্যাম) কিনছে অন্তর্বর্তীকালীন সরকার।

 আজ রোববার (১০ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, বডিক্যাম কেনার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। অক্টোবরের মধ্যেই এগুলো সংগ্রহের লক্ষ্যে কাজ চলছে, যাতে পুলিশ সদস্যরা সময়মতো প্রশিক্ষণ নিতে পারেন।

তিনি আরও জানান, জার্মানি, চীন ও থাইল্যান্ডের তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে সরবরাহ নিশ্চিত করতে। নির্বাচনী দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বুকের সঙ্গে লাগিয়ে এই ক্যামেরা ব্যবহার করবেন, যা এআই প্রযুক্তিসহ বিভিন্ন আধুনিক ফিচারযুক্ত।

বৈঠকে ড. ইউনূস দ্রুত ক্যামেরা সংগ্রহ ও পুলিশ সদস্যদের প্রশিক্ষণের নির্দেশ দেন। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য-নির্বাচনী ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও সুরক্ষিত ভোটগ্রহণ নিশ্চিত করা।’

এছাড়া বৈঠকে জানানো হয়, নির্বাচন উপলক্ষে একটি ‘ইলেকশন অ্যাপ’ চালুর প্রস্তুতিও চলছে। অ্যাপে থাকবে প্রার্থীদের তথ্য, ভোটকেন্দ্র সংক্রান্ত আপডেট এবং অভিযোগ জানানোর সুবিধা।

প্রধান উপদেষ্টা ১০ কোটির বেশি ভোটারের উপযোগী করে অ্যাপটি দ্রুত চালুর নির্দেশ দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন গৃহ উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী খুদা বখশ চৌধুরী।
 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবারের জাতীয় নির্বাচন আয়নার মত স্বচ্ছ নির্বাচন হবে : সিইসি
এবারের জাতীয় নির্বাচন আয়নার মত স্বচ্ছ নির্বাচন হবে : সিইসি
৬৯ উপসচিবকে একযোগে পদায়ন
৬৯ উপসচিবকে একযোগে পদায়ন
গ্রেপ্তারের সময় পুলিশের পরিচয়পত্র থাকতে হবে
গ্রেপ্তারের সময় পুলিশের পরিচয়পত্র থাকতে হবে