• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

মাঠে গড়াচ্ছে ইউরোপের শীর্ষ ৫ ফুটবল লিগ

স্পোর্টস ডেস্ক    ১০ আগস্ট ২০২৫, ০৪:০৩ পি.এম.
ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ পাঁচ লিগ, প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগা, লা লিগা, সিরি আ ও লিগ ওয়ান । সংগৃহীত ছবি

গত মে মাসে শেষ হয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তেজনাপূর্ণ মৌসুম। তবে অপেক্ষা বেশি দিন নয়—আগস্টেই মাঠে গড়াচ্ছে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ: প্রিমিয়ার লিগ, লা লিগা, বুন্দেসলিগা, লিগ ওয়ান ও সিরি আ। নতুন মৌসুমে দলবদল, নতুন মুখ আর জমজমাট সূচি নিয়ে প্রস্তুত ইউরোপের ফুটবল দুনিয়া।

প্রিমিয়ার লিগ
ইংল্যান্ডের শীর্ষ লিগের ৩৪তম আসর শুরু হবে আগামী ১৫ আগস্ট। চলবে ২০২৬ সালের ২৪ মে পর্যন্ত। এবার নতুন বল সরবরাহ করবে পুমা, বদলে যাবে অফিশিয়াল ম্যাচবল। চ্যাম্পিয়নশিপ থেকে উঠে এসেছে লিডস ইউনাইটেড, বার্নলি ও সান্দারল্যান্ড। মোট ২০টি দল প্রতিযোগিতা করবে শিরোপার জন্য।

লা লিগা
স্পেনের লা লিগার ৯৫তম মৌসুমও শুরু হচ্ছে ১৫ আগস্ট, শেষ হবে ২৪ মে। ৩৮ ম্যাচের এই লিগে এবার নতুন দল হিসেবে যোগ দিয়েছে লেভান্তে, এলচে ও রিয়াল ওভেইদো।

লিগ ওয়ান
ফ্রান্সের লিগ ওয়ানের ৮৮তম আসর মাঠে গড়াবে ১৫ আগস্ট। ১৮ দলের প্রতিটি দল খেলবে ৩৪টি করে ম্যাচ। মৌসুম শেষ হবে ১৬ মে। এবারের নতুন দল লরিয়েন্ত, প্যারিস এফসি ও মেটজ।

বুন্দেসলিগা
জার্মানির শীর্ষ প্রতিযোগিতার ৬৩তম মৌসুম শুরু হবে ২২ আগস্ট এবং শেষ হবে ১৬ মে। ১৮ দলের এই লিগে নতুন মুখ এফসি কোলন ও হামবুর্গ।

সিরি আ
ইতালির শীর্ষ লিগ শুরু হবে সবার শেষে, ২৩ আগস্ট। চলবে ২৪ মে পর্যন্ত। ২০ দলের এই আসরে নতুন দল হিসেবে এসেছে সাসুলো, পিসা ও ক্রেমোনেসে।

নতুন মৌসুম মানেই নতুন নাটকীয়তা, দলবদলের প্রভাব, তরুণ প্রতিভাদের উত্থান এবং শেষ মুহূর্তের ড্রামা। ইউরোপের এই পাঁচ লিগ শুধু ফুটবল নয়, বিশ্বজুড়ে কোটি ভক্তের আবেগেরও নাম। আগস্ট থেকেই আবারও শুরু হবে সেই উন্মাদনা।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক