তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়ালেও প্রস্তুত তপু বাহিনী


এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডে আজ (১২ আগস্ট) মাঠে নামছে বাংলাদেশের চ্যাম্পিয়ন ক্লাব বসুন্ধরা কিংস। কাতারের দোহার সুহাইম বিন হামাদ স্টেডিয়ামে সিরিয়ার ক্লাব আল কারামাহর বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে।
দোহার প্রচণ্ড গরম-তাপমাত্রা ইতোমধ্যে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে-খেলোয়াড়দের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালেও আত্মবিশ্বাসী বসুন্ধরা কিংস। দলের অধিনায়ক তপু বর্মণ জানিয়ে দিয়েছেন, প্রতিকূল আবহাওয়ার মাঝেও জয়ের জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত।
ম্যাচের আগের দিন, সোমবার রাতে ক্লাবের পাঠানো এক ভিডিও বার্তায় তপু বলেন, ‘গত রোববার ছিল আমাদের প্রথম ট্রেনিং সেশন, তখন তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে ছিল। সবাই বলছিল গরমে খুব কষ্ট হচ্ছে। আজ আমরা ম্যাচ ভেন্যুতে অনুশীলন করব, আশা করছি সেশনটা ভালো হবে।’
এই ম্যাচে জয় পেলে সরাসরি এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে জায়গা পাবে বসুন্ধরা কিংস। সে লক্ষ্যে মানসিক ও শারীরিক প্রস্তুতি সেরেছে তপু বাহিনী।
তপুর ভাষায়, ‘আমরা পেশাদার ফুটবলার। সব জায়গার পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েই খেলতে হয়। আমরা সবাই প্রস্তুত আছি।’
সদ্য সমাপ্ত মৌসুমে ফেডারেশন কাপ জয়ী কিংস শুরুতে স্থানীয় খেলোয়াড়দের নিয়ে কাতারে পৌঁছালেও পরে দলে যোগ দেন চার বিদেশি-রাফায়েল, টনি, সানডে ও ডরিয়েলটন। দলে যোগ দিয়েছেন নতুন মিডফিল্ডার কিউবা মিচেলও। সব কিছু ঠিক থাকলে আজকের ম্যাচেই কিংসের জার্সিতে অভিষেক হতে পারে এই প্রবাসী ফুটবলারের।
তাপমাত্রা যতই হোক, এএফসি চ্যালেঞ্জ লিগে সরাসরি খেলার টিকিট পাওয়ার এই লড়াইয়ে জয়ই একমাত্র লক্ষ্য বসুন্ধরা কিংসের।
ভিওডি বাংলা/জা