টপ নিউজ
পাংশায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক প্রদান
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
১২ আগস্ট ২০২৫, ০১:৫০ পি.এম.


ছবি: ভিওডি বাংলা
রাজবাড়ীর পাংশা উপজেলায় বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১টা ৩০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সহায়তার অর্থ প্রদান অনুষ্ঠিত হয়। এসময় ১৩ জন ক্ষতিগ্রস্তদের মাঝে মোট ২৬ হাজার ৪ শত টাকা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম. আবু দারদা ও উপজেলা সমাজসেবা অফিসার মো. রবিউল ইসলাম।
উপজেলা সমাজসেবা অফিসার মো. রবিউল ইসলাম জানান, সমাজকল্যাণ পরিষদের কমিটির মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে।
ভিওডি বাংলা/ এমএইচ