• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিকেএসপির ফুটবলারদের প্রথম জাপান যাত্রা

স্পোর্টস ডেস্ক    ১২ আগস্ট ২০২৫, ০৫:৩৬ পি.এম.
ছবি: সংগৃহীত

ফুকুওয়ার টকাই বিশ্ববিদ্যালয়ে সাঁতার সকার ফেস্টিভ্যাল রয়েছে। সেই ফেস্টিভ্যালে বিকেএসপি অনূর্ধ্ব-১৭ দল তিনটি ম্যাচ খেলবে। ১৪-১৬ আগস্ট এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আজ দুপুরে ১৬ ফুটবলার ও দুই কোচ জাপানের উদ্দেশে দেশ ছেড়েছেন।

হাসান আল মাসুদ জাপানগামী দলের কোচের দায়িত্বে রয়েছেন। তিনি এই সফর সম্পর্কে বলেন, ‘এটা বিকেএসপির ফুটবলারদের জন্য দারুণ সফর হবে। জাপানে খেলার মাধ্যমে আমাদের ফুটবলারদের বিশেষ অভিজ্ঞতা অর্জন হবে যা তাদের ক্যারিয়ারে বাড়তি মাত্রা আনবে।’ 

জাইকার মাধ্যমে বিকেএসপিতে ফুটবল প্রশিক্ষণ করান জাপীন কোচ কাই তাগুচি। তিনিই বিকেএসপি এই টুর্নামেন্টের সন্ধান দিয়েছেন। জাপানে ফুটবল দল পাঠানো বেশ ব্যয়বহুল। এরপরও বিকেএসপি সেই সিদ্ধান্ত নিয়েছে, ‘আমাদের ফুটবলারদের মান উন্নয়ন প্রয়োজন। উন্নত দল ও প্রতিযোগিতামূলক পরিবেশে আমাদের শিক্ষার্থীরা খেলতে পারলে সেটা অনেকটাই সহায়ক হবে। 

এজন্য জাপানে পাঠানো হয়েছে। জাপানে পাঠানো ব্যয়বহুল সেটা আমরা বিকেএসপি থেকেই সম্পূর্ণ অর্থায়নে করেছি। এই প্রতিযোগিতায় ভালো করলে আবার সামনেও পাঠানো হবে’-বলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুনীরুল ইসলাম।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বাংলাদেশের দর্শকদের সামনেই শেষ ম্যাচ খেলতে চাই’ : সাকিব
‘বাংলাদেশের দর্শকদের সামনেই শেষ ম্যাচ খেলতে চাই’ : সাকিব
এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা
এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা
বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দলে খেলা আরহাম এবার অস্ট্রেলিয়া দলে
বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দলে খেলা আরহাম এবার অস্ট্রেলিয়া দলে