• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ক্যারিয়ারের সবচেয়ে বাজে দিন রশিদ খানের

স্পোর্টস ডেস্ক    ১৩ আগস্ট ২০২৫, ০৬:০২ পি.এম.
রশিদ খান। ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বশেষ আসর থেকে ফর্মের উত্থান-পতন দেখছেন আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ খান। টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার গুজরাট টাইটান্সের হয়ে ৯–এর বেশি ইকোনমিতে বল করেন। স্বদেশি টি-টোয়েন্টি লিগেও নামের প্রতি সুবিচার করতে পারেননি রশিদ। এখন খেলছেন ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হান্ড্রেডে। সেখানেই গড়লেন লিগের এক ম্যাচে সর্বোচ্চ রান খরচের বিব্রতকর রেকর্ড।

গতকাল (মঙ্গলবার) ছিল রশিদের জন্য বাজে দিন। ২০ বলে তিনি ৫৯ রান খরচ করেছেন। যা দ্য হান্ড্রেডের এক ম্যাচে কোনো বোলারের সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড। একইসঙ্গে ছিলেন উইকেটশূন্য। একইসঙ্গে টি-টোয়েন্টি বা সংক্ষিপ্ত সংস্করণে এটি রশিদের ক্যারিয়ারে সর্বোচ্চ রান খরচের রেকর্ড।

টি-টোয়েন্টি কিংবা সংক্ষিপ্ত ফরম্যাটে এর আগে কখনোই এত রান খরচের নজির ছিল না রশিদের। বরং প্রতিপক্ষ ব্যাটারদের কাছে আতঙ্কের নাম এই আফগান লেগস্পিনার। টি-টোয়েন্টিতে এর আগে ৪ ওভারে সর্বোচ্চ ৫৫ রান দিয়েছিলেন রশিদ, ২০১৮ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সেই ম্যাচটি ছিল তারজন্য সবচেয়ে বাজে। এ ছাড়া ২০২৩ ও ২৫ আসরের দুই ম্যাচে ৪ ওভারে ৫৪, ২০২৪ আসরে ৪ ওভারে ৫১ এবং গত আইপিএলে ৩ ওভারে ৫০ রান দেন রশিদ।

আফগান তারকার বাজে অভিজ্ঞতার দিনে হেরেছে তার দল ওভাল ইনভিন্সিবলসও। বার্মিংহ্যাম ফোয়েনিক্সের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০০ বলে তারা ৮ উইকেটে ১৮০ রানের বড় পুঁজি গড়ে। ওভালের পক্ষে দোনোভান পেরেইরা ২৯ বলে ৬৩ ও জর্ডান কক্স ৩০ বলে ৪৪ রান করেন। বার্মিংহ্যামের পক্ষে ২টি করে উইকেট শিকার করেন ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনে ও বেনি হাওয়েল।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারী বিশ্বকাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
নারী বিশ্বকাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা