• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

শেবাচিম হাসপাতালের সংস্কার আন্দোলনে মহাপরিচালকের সমর্থন

বরিশাল প্রতিনিধি    ১৩ আগস্ট ২০২৫, ০৬:২৫ পি.এম.
শেবাচিমের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবু জাফর। সংগৃহীত ছবি

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালসহ স্বাস্থ্যখাতের সংস্কারের তিন দফা দাবির আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবু জাফর।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে শেবাচিমের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় তিনি বলেন, “আমরা কি বিনা কারণে সরকারের সঙ্গে বিরোধ চাই, নাকি বিশৃঙ্খলা সৃষ্টি করে অন্য কেউ ফায়দা লুটুক—এ সুযোগ আমরা দিতে চাই না। আন্দোলনকারীদের প্রতি সহনশীল থাকার চেষ্টা করছি।”

তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনী যদি মনে করে বিশৃঙ্খলায় জনভোগান্তি হচ্ছে, তাহলে তারা ব্যবস্থা নেবে। আন্দোলনকারীদের দাবি ও স্বাস্থ্য অধিদফতরের কর্মকাণ্ডে কোনও বিরোধ নেই বলেও উল্লেখ করেন তিনি।

মহাপরিচালক বলেন, আন্দোলনকারীদের দাবিগুলো ন্যায্য এবং স্বাস্থ্য অধিদফতরের সংস্কার কমিশনের সুপারিশমালাতেও তা অন্তর্ভুক্ত আছে। হাসপাতালের জনবল সংকটসহ বিভিন্ন সমস্যা সমাধানে কাজ চলছে। কিছু সংস্কার দ্রুত সম্ভব হলেও দীর্ঘমেয়াদী কাজের জন্য সময় ও সর্বস্তরের সহযোগিতা দরকার।

সভায় ইন্টার্ন চিকিৎসকরা নিরাপত্তাসহ সাত দফা দাবি তুলে ধরেন মহাপরিচালকের কাছে। এর আগে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলে তাদের দাবিতে ঐকমত্য প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, টানা ১৬ দিন ধরে শেবাচিমসহ দেশের বিভিন্ন হাসপাতালে অব্যবস্থাপনা দূরীকরণ ও তিন দফা দাবিতে আন্দোলন চলছে। আন্দোলন ক্যাম্পাস ছাড়িয়ে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধে রূপ নিলে সাধারণ যাত্রী, পথচারী ও ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়েন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে একদিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩৫
ডেঙ্গুতে একদিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩৫
বিশ্ব জন্মনিরোধ দিবস আজ
বিশ্ব জন্মনিরোধ দিবস আজ
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫, নতুন আক্রান্ত ৬৬৮
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫, নতুন আক্রান্ত ৬৬৮