ঢাকায় স্বামীর ওপর অভিমানে নারীর ‘আত্মহত্যা’


ঢাকার শেরেবাংলা নগর থানার শামীম সরণি এলাকায় সৈয়দা ফাহমিদা তাহমিন কেয়া (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বামীর সঙ্গে অভিমান করে তিনি গলায় ফাঁস দিয়া আত্মহত্যা করেছেন বলে পরিবারের দাবি।
বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঘটনা ঘটে।
কেয়ার বাবা সৈয়দ আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, কেয়া গলায় ফাঁস দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। পরে তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় প্রথমে বিআরবি হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, পারিবারিক কলহের জেরে স্বামীর ওপর অভিমান করে নিজরুমে সিলিংফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে কেয়া আত্মহত্যা করেছে।
তাদের গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা থানার খাকচক এলাকায়। শেরেবাংলা নগর থানার শামীম সরণি এলাকায় সৈয়দা ফাহমিদা তাহমিন কেয়া স্বামীর সঙ্গে থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
ভিওডি বাংলা/জা