অর্জুন টেন্ডুলকরের বাগদান, পাত্রী ব্যবসায়ী সানিয়া চন্দোক


ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকরের ছেলে অর্জুন টেন্ডুলকর জীবনের এক নতুন অধ্যায় শুরু করলেন। মুম্বাইয়ের খ্যাতনামা ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি সানিয়া চন্দোকের সঙ্গে তিনি বাগদান সম্পন্ন করেছেন। বুধবার (১৩ আগস্ট), মুম্বাইয়ে এক ঘরোয়া অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও কিছু বন্ধু-বান্ধবের উপস্থিতিতে এই বাগদান অনুষ্ঠিত হয়।
ঘাই পরিবার ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ এবং হোটেল শিল্পে একটি প্রতিষ্ঠিত নাম। তারা ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড ‘ব্রুকলিন ক্রিমারি’র মালিক।
২৫ বছর বয়সী অর্জুন একজন পেশাদার ক্রিকেটার। তিনি বাঁহাতি পেসার হলেও ব্যাট হাতেও দক্ষতা দেখিয়েছেন। আইপিএলে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন এবং ঘরোয়া ক্রিকেটে গোয়ার প্রতিনিধিত্ব করেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তার খেলা হয়েছে ১৭টি ম্যাচ এবং লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ১৮টি।
অন্যদিকে পাত্রী সানিয়া চন্দোক একজন সফল তরুণী উদ্যোক্তা। তার নিজের একাধিক সংস্থা রয়েছে এবং তিনি পারিবারিক ব্যবসার গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ততটা সক্রিয় নন এবং বরাবরই ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন।
সূত্র অনুযায়ী, অর্জুন ও সানিয়া দীর্ঘদিন ধরেই সম্পর্কে ছিলেন এবং দুই পরিবারের সম্মতিতেই তারা বাগদানের সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, শচীনের মেয়ে সারা টেন্ডুলকরকে নিয়েও মাঝে মাঝে নানা গুঞ্জন শোনা গেলেও, অর্জুনের ব্যক্তিগত জীবন সবসময়ই আলোচনার বাইরে ছিল। তাই অর্জুন-সানিয়ার এই বাগদানের খবর ভক্তদের জন্য এক অনন্য চমক হিসেবে এসেছে।
ভিওডি বাংলা/জা