• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

করদাতাদের ব্যাপক সাড়া

প্রথম ১০ দিনে জমা পড়েছে প্রায় ১ লাখ ই-রিটার্ন

নিজস্ব প্রতিবেদক    ১৪ আগস্ট ২০২৫, ১২:২৭ পি.এম.
ছবি: সংগৃহীত

২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল কার্যক্রম শুরু হয়েছে ৪ আগস্ট। এ কার্যক্রম শুরুর প্রথম ১০ দিনেই ৯৬ হাজার ৯৪৫টি রিটার্ন জমা পড়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) এনবিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ৪ আগস্ট আনুষ্ঠানিকভাবে ই-রিটার্ন দাখিল কার্যক্রম উদ্বোধন করেন। তার পর মাত্র ১০ দিনের ব্যবধানে প্রায় এক লাখ করদাতা রিটার্ন দাখিল করেছেন। এটি গত বছরের তুলনায় পাঁচ গুণ বেশি। ২০২৪-২৫ কর বছরে অনলাইন রিটার্ন দাখিল শুরু হয়েছিল ৯ সেপ্টেম্বর, এবং প্রথম ১০ দিনে জমা পড়েছিল ২০ হাজার ৫২৩টি রিটার্ন।

এর আগে, ৩ আগস্ট জারি করা এক বিশেষ আদেশে এনবিআর জানায়-৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধিদের ব্যতীত সকল ব্যক্তি শ্রেণির করদাতার জন্য ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক।

তবে ১১ আগস্টের আরেকটি আদেশে জানানো হয়, বর্তমানে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাবেন।

এনবিআর আরও জানায়, কেউ যদি নিবন্ধন সংক্রান্ত জটিলতার কারণে নির্ধারিত সময়ের মধ্যে ই-রিটার্ন দাখিল করতে ব্যর্থ হন, তবে তিনি ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনার বরাবর সুনির্দিষ্ট যুক্তি তুলে ধরে আবেদন করতে পারবেন। অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদনে তিনি পেপার রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাবেন।

করদাতারা ঘরে বসেই ব্যাংক ট্রান্সফার, ডেবিট/ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ যেকোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে আয়কর পরিশোধ করতে পারছেন। রিটার্ন দাখিলের পর স্বয়ংক্রিয়ভাবে প্রাপ্তিস্বীকার পত্র ও আয়কর সনদ সংগ্রহও করা যাচ্ছে।

ই-রিটার্ন সংক্রান্ত যেকোনো সমস্যার তাৎক্ষণিক সমাধানে এনবিআর চালু করেছে একটি কল সেন্টার। করদাতারা ০৯৬৪৩ ৭১ ৭১ ৭১ নম্বরে ফোন করে টেলিফোনিক সহায়তা নিতে পারছেন। এছাড়াও, www.etaxnbr.gov.bd-এর eTax Service অপশন ব্যবহার করে লিখিতভাবে সমস্যার বিবরণ দিলে অনলাইনেই সমাধান পাওয়া যাচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ড দেশের সব ব্যক্তি শ্রেণির করদাতাকে যথাসময়ে প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় প্রদর্শন করে www.etaxnbr.gov.bd পোর্টালের মাধ্যমে রিটার্ন দাখিল করার আহ্বান জানিয়েছে, যাতে সবাই দায়িত্বশীল নাগরিক হিসেবে ভূমিকা রাখতে পারেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
সাবেক তিন গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব
সাবেক তিন গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব
বিসিটিআই প্রশিক্ষণের পাঠ্যক্রম যুগোপযোগী করতে হবে: তথ্য উপদেষ্টা
বিসিটিআই প্রশিক্ষণের পাঠ্যক্রম যুগোপযোগী করতে হবে: তথ্য উপদেষ্টা