তাণ্ডব এখন তিন ওটিটিতে একসঙ্গে স্ট্রিমিং


বড় পর্দায় সাফল্যের পর ওটিটি প্ল্যাটফর্মেও বাজিমাত করছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’। ইতোমধ্যে দু’টি ওটিটিতে স্ট্রিমিং হওয়া এ সিনেমাটি এবার যুক্ত হলো আরও একটি নতুন প্ল্যাটফর্মে-দীপ্ত প্লে।
আজ ১৪ আগস্ট থেকে দীপ্ত প্লে-তে দেখা যাচ্ছে বছরের অন্যতম আলোচিত ও প্রতীক্ষিত এই সিনেমাটি। এ নিয়ে একসঙ্গে তিনটি ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং হচ্ছে ‘তাণ্ডব’, যা বাংলা সিনেমার ইতিহাসে একটি নতুন মাইলফলক।
দর্শকদের এ সুখবর জানিয়ে মেগাস্টার শাকিব খান তার ফেসবুকে লেখেন, ‘প্রথমবারের মতো একটি বাংলা সিনেমা ইতিহাস গড়ছে-একসাথে তিনটি বড় ওটিটি প্ল্যাটফর্মে গর্বের সঙ্গে স্ট্রিমিং হচ্ছে। এটি এক স্মরণীয় সিনেম্যাটিক মুহূর্ত! এই শো দেখতে ভুলে যেও না।’
রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ মুক্তি পেয়েছিল কোরবানির ঈদে। এতে প্রধান চরিত্রে আছেন শাকিব খান। আরও আছেন জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন, শহিদুজ্জামান সেলিমসহ অনেকে। এছাড়াও দুটি বিশেষ চরিত্রে দেখা যায় জনপ্রিয় দুই তারকা আফরান নিশো ও সিয়াম আহমেদকে।
ভিওডি বাংলা/জা