• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাপানে বিকেএসপি ফুটবল দলের জয়

স্পোর্টস ডেস্ক    ১৪ আগস্ট ২০২৫, ০৪:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত

জাপানের ফুকুওয়ায় অনুষ্ঠিত টকাই বিশ্ববিদ্যালয় আয়োজিত আমন্ত্রণমূলক অনূর্ধ্ব-১৭ ফুটবল ফেস্টিভ্যালে অংশ নিচ্ছে বিকেএসপি অনূর্ধ্ব-১৭ দল।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) স্থানীয় সময় সকালে ফুকুওয়ার গ্লোবাল অ্যারেনা মাঠে টকাই বিশ্ববিদ্যালয় হাই স্কুল দলকে ১-০ গোলে পরাজিত করেছে তারা। ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি আসে ৭০তম মিনিটে রিফাত কাজীর পা থেকে।

প্রথমার্ধে কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেও দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক কৌশলে নামে বিকেএসপি। সেই কৌশলেই আসে কাঙ্ক্ষিত গোল। জয়ের নায়ক রিফাত কাজী হলেও গোলরক্ষক আলিফের গুরুত্বপূর্ণ কয়েকটি সেভ দলকে এগিয়ে রাখতে বড় ভূমিকা রাখে।

যদিও এটি একটি প্রীতি ম্যাচ, তবুও জাপানে থাকা বাংলাদেশি প্রবাসীরা কিশোর ফুটবলারদের উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন। দলটির কোচ হাসান আল মাসুদ জাপান থেকে এই তথ্য জানিয়েছেন।

আজ কোচ হাসান আল মাসুদের জন্মদিন। এই দিনে জয় তুলে নিয়ে খেলোয়াড়রা কোচকে বিশেষ উপহার দিয়েছেন। উল্লেখ্য, তিনি জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান সহকারী কোচ হাসান আল মামুনের ভাই।

বিকেএসপি এতদিন ভারতে সুব্রত কাপে অংশ নিলেও এবারই প্রথম দলটি জাপানে খেলছে। উন্নত পরিবেশে খেলে ফুটবলারদের মান উন্নয়নের লক্ষ্যেই এই সফর। এ সফরে মোট তিনটি ম্যাচ খেলবে বিকেএসপি। আগামীকাল তাদের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বাংলাদেশের দর্শকদের সামনেই শেষ ম্যাচ খেলতে চাই’ : সাকিব
‘বাংলাদেশের দর্শকদের সামনেই শেষ ম্যাচ খেলতে চাই’ : সাকিব
এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা
এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা
বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দলে খেলা আরহাম এবার অস্ট্রেলিয়া দলে
বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দলে খেলা আরহাম এবার অস্ট্রেলিয়া দলে