• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ভারত-পাকিস্তান ম্যাচ: এশিয়া কাপে ২ হাজার কোটির হিসাব

স্পোর্টস ডেস্ক    ১৪ আগস্ট ২০২৫, ০৫:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনার শেষ নেই। সম্ভাবনা রয়েছে-দুই দল অন্তত তিনবার মুখোমুখি হতে পারে: গ্রুপ পর্বে, সুপার ফোরে এবং ফাইনালে। এই হাইভোল্টেজ দ্বৈরথ শুধু ক্রিকেটপ্রেমীদের জন্য নয়, broadcasters এবং আয়োজকদের জন্যও অত্যন্ত তাৎপর্যপূর্ণ-কারণ, ম্যাচগুলোর সম্ভাব্য আর্থিক মূল্য প্রায় ১,৯৪৬ কোটি টাকা।

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে দ্বিধা রয়েছে দুই দিক থেকেই। একদিকে, ম্যাচটির বিপুল জনপ্রিয়তা ও আর্থিক সম্ভাবনা। শুধু সম্প্রচারস্বত্ব থেকেই উপমহাদেশীয় বোর্ডগুলো বিশাল অঙ্কের আয় নিশ্চিত করতে পারে। অনেকেই বলেন, ভারতের অংশগ্রহণ ছাড়া এশিয়া কাপের মতো টুর্নামেন্টের আর্থিক কাঠামোই দাঁড়ায় না।

অন্যদিকে, রাজনৈতিক অস্থিরতা ও সীমান্ত উত্তেজনার কারণে অনেকেই মনে করেন, এমন পরিস্থিতিতে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক না হলে মাঠে প্রতিযোগিতা অনুচিত। তারা প্রশ্ন তোলেন-মাত্র কয়েক মাস আগেও যে দেশের সঙ্গে যুদ্ধাবস্থা ছিল, তাদের সঙ্গে কি এখনই খেলা উচিত?

জনপ্রিয়তা থাকলেও সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ভারত-পাকিস্তান ম্যাচের প্রতিদ্বন্দ্বিতা এখন আর সমানে সমান নয়।

গত ১৫ বছরে ১৭টি ওয়ানডেতে ভারত জিতেছে ১২টিতে, পাকিস্তান ৪টিতে (একটি বাতিল)। টি-টোয়েন্টিতে দুই দলের ১৩টি সাক্ষাতে ভারত জিতেছে ১০টি, পাকিস্তান মাত্র ৩টি।

বিশ্বকাপ এবং অন্যান্য টুর্নামেন্টেও পাকিস্তানের পারফরম্যান্স প্রশ্নবিদ্ধ। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও যুক্তরাষ্ট্রের কাছে হারের পাশাপাশি কিছু দুর্বল দলের কাছেও হেরেছে বাবর আজমের দল। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৯২ রানে গুটিয়ে ২০২ রানের বিশাল ব্যবধানে হার, সেই দুর্বলতার প্রমাণ আরও জোরালো করেছে।

তবে যত বিতর্কই থাকুক, অর্থনীতির দিক থেকে ভারত-পাকিস্তান ম্যাচের বিকল্প নেই।

সম্প্রচারস্বত্ব, গ্রাউন্ড রাইটস ও অন্যান্য আয় মিলিয়ে তিনটি সম্ভাব্য ম্যাচের আর্থিক মূল্য ধরা হচ্ছে প্রায় ১,৯৪৬ কোটি টাকা। প্রতিটি বোর্ড ২৯০ থেকে ৩৩২ কোটি রুপি পর্যন্ত আয় করবে বলে আশা করা হচ্ছে-যা ভারতের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়।

বর্তমানে ভারত-ইংল্যান্ড বা ভারত-অস্ট্রেলিয়া সিরিজ বিপুল আয় ও দর্শকপ্রিয়তা অর্জন করলেও, ভারত-পাকিস্তান ম্যাচের আবেদন এখনো সবচেয়ে বড়। তবে এই মর্যাদা ধরে রাখতে হলে মাঠের লড়াইটাও আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়া জরুরি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারি হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করলেন বুলবুল
সরকারি হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করলেন বুলবুল
সাবেক ফুটবলার ও বিএনপি নেতা আমিনুল হকের জন্মদিন
সাবেক ফুটবলার ও বিএনপি নেতা আমিনুল হকের জন্মদিন
নারী বিশ্বকাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
নারী বিশ্বকাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক