• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শমী কায়সার ২ মামলায় জামিনে কারামুক্ত

নিজস্ব প্রতিবেদক    ১৫ আগস্ট ২০২৫, ০৯:১৮ এ.এম.
শমী কায়সার-ছবি সংগৃহীত

দুই পৃথক হত্যাচেষ্টা মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন অভিনেত্রী, ব্যবসায়ী ও উদ্যোক্তা শমী কায়সার।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

এ বিষয়ে নিশ্চিত করে অতিরিক্ত কারা মহাপরিদর্শক (প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির বলেন, ‌‘শমী কায়সারের বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় আদালতের জামিনের আদেশ অনুযায়ী তাকে মুক্তি দেওয়া হয়েছে।’

এর আগে গত ৫ নভেম্বর রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর উত্তরা পূর্ব থানায় দায়ের করা দু’টি পৃথক হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

শমী কায়সার যে মামলায় জামিন পেয়েছেন, তার অভিযোগপত্র অনুযায়ী, গত ৪ আগস্ট টঙ্গী সরকারি কলেজের ছাত্র জুবায়ের হাসান বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন। আন্দোলনের সময় উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় মিছিল চলাকালে হামলাকারীদের ছোড়া গুলির একটি গিয়ে তার বাঁ কাঁধে লাগে। চিকিৎসার পর তিনি সুস্থ হন।

পরে ২২ আগস্ট জুবায়ের হাসান উত্তরা পূর্ব থানায় মামলা করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০-২০০ জনকে আসামি করা হয়। নাম উল্লেখিতদের তালিকায় শমী কায়সারের নামও ছিল।

এর পর ১০ আগস্ট হাইকোর্টের বিচারপতি এএসএম আবদুল মবিন ও বিচারপতি মো. জাবিদ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে শমী কায়সার জামিন পান। উভয় মামলায় জামিন পাওয়ার পর এবং তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় তিনি কারামুক্ত হন।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তফসিল ঘোষণার আগে আজই পদত্যাগ করতে পারেন ২ উপদেষ্টা
তফসিল ঘোষণার আগে আজই পদত্যাগ করতে পারেন ২ উপদেষ্টা
ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, স্বাক্ষরিত এলওআই
ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, স্বাক্ষরিত এলওআই
যুব হকির সাফল্যে গর্বিত জাতি: অভিনন্দন প্রধান উপদেষ্টার
যুব হকির সাফল্যে গর্বিত জাতি: অভিনন্দন প্রধান উপদেষ্টার