বাহরাইনে পৌঁছেই অনুশীলনে বাংলাদেশ যুব দল


এশিয়ান কাপের বাছাইপর্বের প্রস্তুতি নিতে আগেভাগেই বাহরাইন পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দল। পৌঁছানোর পরই প্রথম দিন মাঠে নেমেছে কোচ সাইফুল বারী টিটুর শিষ্যরা।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১০টায় বাহরাইনে প্রথম অনুশীলন সেশন সম্পন্ন করে দলটি।
তবে দলটির সঙ্গে শুরুতে বাহরাইন যাননি রিমন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ ও মজিবর রহমান জনি। এএফসি চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংসের হয়ে খেলার কারণে তারা দলের সঙ্গে সরাসরি যোগ দেন কাতার থেকে।
দলের ম্যানেজার শাহিন হাসান জানান, দল বড় লক্ষ্য নিয়েই বাহরাইনে পা রেখেছে। সেখানেই নিজেদের সেরা প্রস্তুতি নেওয়ার পাশাপাশি ভালো দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে চায় দল।
আগামী ১ থেকে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্ব। সি গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম, ইয়েমেন ও সিঙ্গাপুর। এই গ্রুপের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ভিয়েতনামে।
এই বাছাইপর্বের প্রস্তুতির অংশ হিসেবে বাহরাইনে ১৮ ও ২২ আগস্ট দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।
ভিওডি বাংলা/জা