• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

মালয়েশিয়ায় ২ বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক    ১৫ আগস্ট ২০২৫, ০২:৩৯ পি.এম.
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলেন ৩১ বছর বয়সী মো. মামুন আলী ও ২৭ বছর বয়সী রেফাত বিশাত।

মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা বারনামা জানায়, শুক্রবার (১৫ আগস্ট) আদালতে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অভিযোগে চার্জ গঠন করা হয়।

মামুন আলীর বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০২৩ সালের ২৮ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ এপ্রিলের মধ্যে ‘সাহিফুল্লা ইসলাম’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ইসলামিক স্টেট (আইএস) সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন করেছেন। এ ঘটনায় মালয়েশিয়ান দণ্ডবিধির ১৩০জে(১)(এ) ধারায় মামলা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা হতে পারে।

অন্যদিকে, রেফাত বিশাতের বিরুদ্ধে অভিযোগ, তিনি গত ১০ জুলাই লারকিন ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের একটি বাড়িতে নিজের মোবাইল ফোনে আইএসের পতাকার ছবি সংরক্ষণ করেছিলেন। তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৩০জেবি(১)(এ) ধারায় মামলা করা হয়েছে, যার সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড, জরিমানা এবং জিনিসপত্র বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।

মামলাটি বিচারক দাতুক আহমাদ কামাল আরিফিন ইসমাইলের আদালতে উপস্থাপন করা হয়। অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। দোভাষী নিয়োগের জন্য আগামী ১২ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

রাষ্ট্রপক্ষে মামুন আলীর পক্ষে ডেপুটি পাবলিক প্রসিকিউটর মারিয়াম জামিয়াহ আব মানাফ এবং রেফাত বিশাতের পক্ষে নূর আইনিয়া রিদওয়ান দায়িত্ব পালন করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে কাশির সিরাপ খেয়ে ১১ শিশুর মৃত্যু
ভারতে কাশির সিরাপ খেয়ে ১১ শিশুর মৃত্যু
আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল, নিহত ৪৭
আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল, নিহত ৪৭
মাদ্রিদে ফিলিস্তিন সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ
মাদ্রিদে ফিলিস্তিন সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ