মিস ইউনিভার্সে ইতিহাস গড়ছেন ফিলিস্তিনি সুন্দরী নাদিন আয়ুব


ইতিহাসের নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে ফিলিস্তিন। প্রথমবারের মতো 'মিস ইউনিভার্স' প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন দুবাই-ভিত্তিক ফিলিস্তিনি সুন্দরী নাদিন আয়ুব। সৌন্দর্য, বুদ্ধিমত্তা ও সাহসিকতায় ভরপুর নাদিন শুধু একজন প্রতিযোগী নন-তিনি একটি জাতির স্বপ্ন, পরিচয় ও অস্তিত্বের প্রতিনিধিত্ব করছেন।
আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডে শুরু হবে ২০২৫ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতা। এতে ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করবেন নাদিন আয়ুব, যা দেশটির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।
গত ১৩ আগস্ট, ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় নাদিন এই প্রতিযোগিতায় অংশগ্রহণের ঘোষণা দেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি প্রথমবারের মতো মিস ইউনিভার্সে ফিলিস্তিনের হয়ে প্রতিনিধিত্ব করছি-এটি আমার জন্য অত্যন্ত গর্বের। আমি শুধু একটি খেতাব নয়, বরং সত্যকে সঙ্গে নিয়ে মঞ্চে উঠছি। যখন ফিলিস্তিন, বিশেষ করে গাজা, হৃদয়বিদারক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তখন আমার উপস্থিতি এক বার্তা বহন করে।’
নাদিন আরও বলেন, ‘আমি সেই সমস্ত মানুষের কণ্ঠস্বর তুলে ধরছি, যারা নীরব থাকেনি, থেমে যায়নি। বিশ্বকে দেখতে হবে-আমি প্রতিটি ফিলিস্তিনি নারী ও শিশুর প্রতিনিধি। তাদের সাহস, শক্তি এবং অদম্যতা আজ বিশ্ব জানুক।’
তিনি আরও জানান, ‘আমরা কেবল কষ্ট বা বেদনার প্রতীক নই-আমরা সহনশীল, আশাবাদী। জন্মভূমির প্রতি ভালোবাসা আজও আমাদের হৃদয়ে বেঁচে আছে এবং ভবিষ্যতেও থাকবে।’
নাদিনের লক্ষ্য, মিস ইউনিভার্সের মঞ্চকে কাজে লাগিয়ে ফিলিস্তিনের নারী ও শিশুদের কণ্ঠস্বর আরও জোরালোভাবে বিশ্বদরবারে তুলে ধরা। তিনি বিশ্বাস করেন, ফিলিস্তিনি নারীরা শুধু সংগ্রামের প্রতীক নন-তাদের স্বপ্ন, প্রতিভা ও কণ্ঠস্বর আন্তর্জাতিক মহলে তুলে ধরার সময় এসেছে।
উল্লেখ্য, নাদিন আয়ুব ২০২২ সালে ‘মিস প্যালেস্টাইন’ খেতাব অর্জন করেন। তিনি মূলত ফিলিস্তিনের পশ্চিম তীর, রামাল্লাহ ও দুবাইয়ের মধ্যে বসবাস করেন।
ভিওডি বাংলা/জা