• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

রাজশাহী কর্মজীবী নারীর অর্ধেকের বেশি কৃষিকাজে সম্পৃক্ত

রাজশাহী ব্যুরো    ১৭ আগস্ট ২০২৫, ১২:৩২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

এমন একটা সময় ছিল যখন নারীরা থাকত গৃহবন্দি। ঘরের চার দেয়ালের মাঝে জীবন কাটিয়ে দিত তারা। কিন্তু এখন যুগের সাথে অনেক কিছুর পরিবর্তন এসছে। বর্তমান প্রেক্ষাপটে পুরুষের পাশা-পাশি নারীরাও কাজ করছে বিভিন্ন কর্মক্ষেত্রে। এদিক থেকে পরিসংখ্যান বলছে, বাংলাদেশে এখনো কর্মজীবী নারীদের অর্ধেকের বেশি কাজ করছে কৃষি ক্ষেত্রে। যার বাস্তব চিত্র মিলবে বাঘা উপজেলার দুর্গম পদ্মার চরাঞ্চলে।

সরেজমিন লক্ষ্য করা গেছে, সারা দেশে বিভিন্ন কর্মক্ষেত্রে এখন নারীদের পদচারণা। পুরুষের পাশা-পাশি শিক্ষিত নারীরা-সহ অবস্থানে ব্যাংক, বিমা, শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প কারখানা-সহ বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে তাদের মেধাকে কাজে লাগিয়ে নানা প্রকার জব (চাকুরি) করছেন। এদিক থেকে গ্রামীন নারীদের চিত্র সম্পুর্ণই ভিন্ন। বর্তমান ডিজিট্যাল যুগেও গ্রামাঞ্চলে লক্ষ্য করা যাবে, নারীরা কৃষি-সহ নানামুখি কাজের সাথে নিজেদের সম্পৃক্ত রেখেছেন।

বাঘার সুশীল সমাজের লোকজন জানান, এ উপজেলায় নারীরা ধানের চারা রোপন, জমি থেকে আলু ,বেগুন, মুলা, পেঁয়াজ-রসুন উত্তোলন, সেলাই ম্যাশিন চালানো, এমনকি নকশী কাঁথা সেলাই থেকে শুরু করে বাড়িতে ধান সিদ্ধ ও শুকানো এবং আখ মাড়াই-সহ তাঁতের কাজ যেমন গামছা ও লুঙ্গী তৈরী ইত্যাদি করে চলেছেন।

এক পরিসংখ্যান বলছে, স্বাধীনতা-পরবর্তী সময়ে গত পাঁচ দশকে বাংলাদেশের অর্থনৈতিক পটপরিবর্তনে উল্লেখযোগ্য অবদান রেখেছে দেশের নারীরা। এই ৫০ বছরে মোট দেশজ উৎপাদন তথা (জি.ডি,পি) প্রবৃদ্ধি অর্জনের সফলতায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে নারীরা। নিখুঁত ভাবে দেখতে গেলে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ নারীর সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছে। কিন্তু কর্মক্ষেত্রে নারীদের সর্বাত্মক অবস্থান কি কখনো মসৃণ ছিল ? এ প্রশ্ন যদি করা হয়, উত্তরের মুখোমুখি দাঁড়ালে অজান্তেই শঙ্কার ভাঁজ পড়বে কপালে।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আই.এল.ও) ২০১৯ সালের তথ্য অনুযায়ী, বাংলাদেশের কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণের হার ৩৮ শতাংশ। তবে বর্তমানে এটি বেড়ে বিভিন্ন কর্মক্ষেত্র মিলে নারী-পুরুষের হার দাড়িয়েছে প্রায় সমান-সমান। তবে শ্রমবাজারে নারীর একটা বড় অংশই নিম্ন মজুরির ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। বাকি শিক্ষকতা, চিকিৎসা, ব্যাংকিং, ব্যবসা-বাণিজ্য-সহ নানা পেশায় যুক্ত। বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী-সহ বিভিন্ন উচ্চ পদেও দায়িত্ব পালন করছেন নারীরা। তবে শ্রমবাজারে নারীর একটা বড় অংশ অপ্রাতিষ্ঠানিক কাজে নিয়োজিত। যেমন কর্মজীবী নারীদের অর্ধেকের বেশি কৃষিকাজে সম্পৃক্ত। আরেকটি বড় অংশ পোশাক শিল্পে কাজ করা।

এ বিষয়ে সমাজের অভিঙ্গ মহলের দাবি, গত কয়েক বছরে আপাত দৃষ্টিতে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণের গড় হার বাড়লেও নীতিনির্ধারক পর্যায়ে নারীর সংখ্যা খুবই সামান্য, এমনকি নেই বললেও চলে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ ২০২২ অনুসারে, শ্রমবাজারে নারী-পুরুষ অসমতা কিছুটা কমলেও এখনোতা ৩৭ শতাংশের বেশি। গ্রামে নারীর শ্রমে অংশগ্রহণ বেড়েছে ২১ শতাংশ। অন্যদিকে শহরে শ্রমবাজারে নারীর অংশগ্রহণ কমেছে ৮ শতাংশ। আবার পরিসংখ্যান ব্যুরোর আরেকটি জরিপ জানাচ্ছেন, কর্মক্ষেত্রে গ্রামীণ নারীর অংশগ্রহণ যেখানে ৫০ দশমিক ৮৮ শতাংশ সেখানে শহরে সেই হার ২২ দশমিক ৫৮ শতাংশ।

সব মিলে এটা প্রতিয়মান হয় যে, আমাদের দেশে গ্রামীন নারীরা নানা কর্মক্ষেত্রে এখনো নিজেদের সম্পৃক্ত রেখেছেন। এই কর্মক্ষেত্রে তাদের আসতে উৎসাহিত করা হলেও কর্মক্ষেত্রে নারীর টিকে থাকার পথ মসৃণ করা হচ্ছে না। বিশেষ করে নারী-পুরুষ একসাথে কাজ করলেও এখন পর্যন্ত কাজের মজুরী বৈষম্য রয়েই গেছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই