• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গৌরীপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত

গৌরীপুর প্রতিনিধি    ১৮ আগস্ট ২০২৫, ০৬:১২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদের দ্বীপ পুকুরে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

এরপর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমিন পাপ্পা।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাফরুজা সুলতানা। সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে ইউসুফ।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামের উপজেলা শাখার আমির বদরুজ্জামান, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আবদুল্লাহ আল আমিন এবং সাধারণ সম্পাদক শেখ বিপ্লব প্রমুখ।

আলোচনায় বক্তারা দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং রিং জাল ব্যবহার বন্ধের আহ্বান জানান। ইউএনও আফিয়া আমুন পাপ্পা বলেন, "খাল-বিলসহ প্রাকৃতিক জলাশয় থেকে হারিয়ে যাওয়া দেশীয় মাছ ফিরিয়ে আনতে সরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্যচাষীদের আন্তরিকতা ও জনসচেতনতা জরুরি। দেশীয় মাছের টিকিয়ে রাখতে অবৈধ জাল ব্যবহার সম্পূর্ণভাবে পরিহার করতে হবে।"

আলোচনা সভা শেষে উপজেলার সফল মৎস্যচাষীদের মাঝে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৈয়দপুরে পৌর কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
সৈয়দপুরে পৌর কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
রাজবাড়ীতে ভূয়া পুলিশ গ্রেপ্তার
রাজবাড়ীতে ভূয়া পুলিশ গ্রেপ্তার
রাজবাড়ীতে বিএনপি নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
রাজবাড়ীতে বিএনপি নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন