• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

এবারও বিপিএলের ম্যাচ হচ্ছে না বরিশাল স্টেডিয়ামে

বরিশাল প্রতিনিধি    ১৯ আগস্ট ২০২৫, ০২:০২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বরিশাল স্টেডিয়ামে এবারও বিপিএল আসরের আয়োজন হচ্ছে না। ধীরগতি ও এলোমেলো সংস্কার কাজের কারণে বরিশালের কবি জীবনানন্দ দাশ ক্রিকেট স্টেডিয়াম বিপিএলের ভেন্যুর তালিকা থেকে বাদ পড়েছে। এর ফলে বরিশালবাসীর দীর্ঘদিনের আশা ভেস্তে গেছে।

বিপিএল ২০২৫-২৬ আসরের ম্যাচগুলো মূলত ঢাকার শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বরিশাল স্টেডিয়ামের সম্ভাব্য ভেন্যু হিসেবে নাম থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টেকনিক্যাল টিম পরিদর্শনে কাজের অগ্রগতি সন্তোষজনক না হওয়ায় বরিশাল তালিকা থেকে বাদ পড়েছে।

বরিশালের ক্রিকেটপ্রেমীরা অভিযোগ করেছেন, আধুনিক মানের স্টেডিয়াম থাকা সত্ত্বেও দীর্ঘ পাঁচ বছর ধরে সংস্কার কাজ অর্ধেক অবস্থায় থেমে থাকায় স্টেডিয়ামের ব্যবহার সীমিত হয়েছে। মাঠ, ড্রেনেজ ব্যবস্থা, ফ্লাড লাইট, প্যাভেলিয়ন ও মিডিয়া ব্লকের কাজ অসম্পূর্ণ। অনুশীলনে আসা খেলোয়ারদের মতে, বর্তমান কাজের অগ্রগতি অব্যাহত থাকলে আগামী ২-৩ বছরে স্টেডিয়ামে স্থানীয় বা আন্তর্জাতিক কোনো খেলার আয়োজন সম্ভব নয়।

বরিশাল জেলা ক্রীড়া সংস্থার অনির্বাচিত কমিটি ও তদারকি অভাবে সংস্কার কাজ নিন্মমানের হয়েছে বলে ক্রীড়া সংগঠকরা অভিযোগ করেছেন।

বরিশাল বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান খসরু বলেন, “নির্বাচিত কমিটি থাকলে এমন অবস্থা হত না। স্টেডিয়ামের উন্নয়ন ও তদারকিতে অভাব রয়েছে।”

উল্লেখ্য, ১৯৬৬ সালে বরিশাল নগরের বান্দ রোড লাগোয়া কীর্তনখোলা নদীর তীরে ২৯ একর ১৫ শতক জমির ওপর এই স্টেডিয়াম নির্মাণ করা হয়। পরবর্তীতে ২৩ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করা হলেও এখনও কোনো আন্তর্জাতিক ম্যাচ এখানে অনুষ্ঠিত হয়নি। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারী বিশ্বকাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
নারী বিশ্বকাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা