সিলেটে শুরু টাইগারদের দ্বিতীয় ধাপ অনুশীলন


বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সিলেটে দ্বিতীয় ধাপের অনুশীলন শুরু করেছে। গত ৬ আগস্ট থেকে ১৭ আগস্ট মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে ঢাকায় ক্যাম্প শেষ করে দলের ক্রিকেটাররা মঙ্গলবার রাতে সিলেটে পৌঁছান।
আজ বুধবার (২০ আগস্ট ) থেকে শুরু হওয়া অনুশীলন চলবে ২৬ আগস্ট পর্যন্ত, প্রতিদিন দুই স্লটে হবে। প্রথম স্লট দুপুর ৩টা থেকে বিকাল ৫টা এবং দ্বিতীয় স্লট সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
জাতীয় দলের ক্যাম্পে ২১ জন ক্রিকেটার অংশ নিচ্ছেন। ২৪ ও ২৫ আগস্ট হবে ম্যাচ সিনারিও, আর ২৬ আগস্ট দুটি দলে ভাগ হয়ে ক্যাম্পের ক্রিকেটাররা একটি অনুশীলন ম্যাচ খেলবেন। ক্যাম্পের বাইরে ৬–৭ জন ক্রিকেটার থাকবেন। নেদারল্যান্ডস সিরিজের দল ঘোষণার পর বাকি ক্রিকেটাররা সিলেট ছাড়বেন।
উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ আগস্ট সিলেটে পৌঁছাবে নেদারল্যান্ডস দল। সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট, ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর।
ভিওডি বাংলা/জা