তামিম: এশিয়া কাপে বাংলাদেশ ভালো করবে


বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘দেশের হয়ে খেলেন যারা, তারা সবাই কেবল একজন ক্রিকেটার-কোনও আলাদা ট্যাগের দরকার নেই। মঙ্গলবার প্রতিবন্ধী ক্রিকেটারদের সঙ্গে সময় কাটানোর সময় তিনি এই বার্তাটি দেন।’
তামিম বলেন, ‘মাঠে যারা খেলেন-নারী হোক বা প্রতিবন্ধী, জাতীয় দলের তারকা হোক-সবাই সমান। তাই বিশেষ ট্যাগের প্রয়োজন নেই। যারা ক্রিকেট খেলেন এবং দেশের প্রতিনিধিত্ব করেন, তারা সবাই ক্রিকেটার।’
তিনি আরও বলেন, ‘প্রতিবন্ধী ক্রিকেটাররা আনন্দ এবং দেশের জন্য খেলেন। তাদের উৎসাহিত করতে বিসিবি ও সরকারের আরও সহযোগিতা এবং বিনিয়োগ প্রয়োজন, যা দেশের ক্রিকেটকে আরও সমৃদ্ধ করবে।’
এশিয়া কাপ নিয়েও আশাবাদ ব্যক্ত করে তামিম বলেন, ‘অবশ্যই আশা করি, এশিয়া কাপে বাংলাদেশ ভালো করবে। আমাদের সবার দোয়া আছে।’ আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপ।
ভিওডি বাংলা/জা